সড়ক দুর্ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত
- কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ১৫:০১
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (১৫) নামে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুঁটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিপ্লব হোসেন নন্দলালুর ইউনিয়নের চড়াইকোল (বোর্ড অফিস) এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সে আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিপ্লব হোসেন চড়াইকোল আলাউদ্দিন নগর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুঁটিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকিবুল ইসলাম জানান, ‘সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছে। ইতোমধ্যে লাশ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা