কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকে চুরির অভিযোগ
- কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
- ০৪ এপ্রিল ২০২৪, ১১:৫৮
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা থেকে পাঁচ লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ ব্যাংকিং অ্যাজেন্টের।
জানা গেছে, চোরেরা জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে ৫ লক্ষাধিক নগদ টাকা ও সিসি টিভির ডিভিইয়ারসহ মালামাল চুরি করে।
আলাউদ্দিন নগর অবস্থিত অ্যাজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ মো: শামসুল আলম জানান, ‘তিনি সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন জানালার গ্রিল কাটা, ভোল্টের তালা ভাঙা, ভেতরে প্রবেশ করলে সবকিছু লন্ডভন্ড চোখে পড়ে।’
তিনি আরো জানান, ‘চোরে লকারের তালা খুলে নগদ পাঁচ লাখ ২৩ হাজার টাকা নিয়ে গেছে। পুলিশকে খবর দিলে তারা এসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় বাজারের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে থানা পুলিশ।’
উল্লেখ্য, সম্প্রতি কুমারখালী উপজেলার বিভিন্ন স্থানে এ জাতীয় চুরি বেড়ে গেছে। চোর চক্রটি ধরাছোঁয়ার বাইরে থাকায় আতঙ্কে রয়েছে সাধারণ ব্যবসায়ীরা। এর আগে আলাউদ্দিন নগরের রিগান কম্পিউটারে, শহরের তরুন মোড়ে, যদুবয়রা বাজারের আমিরুলের দোকানে এ জাতীয় চুরির ঘটনা ঘটে। কিন্ত চোর শনাক্ত ও মালামালের উদ্ধার করতে পারেনি কুমারখালী থানা পুলিশ।
আলাউদ্দিন নগর বাজার কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু জানান, আলাউদ্দিন নগরে প্রায়ই চুরির ঘটনা ঘটে। কিছুদিন আগে রিগান কম্পিউটার থেকে মূল্যবান ডিভাইস ও নগদ টাকা চুরি হয়। তবে ব্যাংকে পাহারাদার থাকলে চুরি রোধ সম্ভব হতো বলেও জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা