যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৪, ১২:১৭
যশোরের শার্শায় টয়লেটের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আয়না মতি (৪০) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোরে শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আয়না মতি উপজেলার হরিনাপোতা পূর্বপাড়ার আব্দুল আলীমের স্ত্রী।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শার্শা থানাধীন লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা পূর্বপাড়া গ্রামের মো: মুনসুর হোসেনের বাড়ির পেছনে টয়লেটের সেপটিক ট্যাঙ্কের মধ্যে গাঁজার একটি চালান মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্লাস্টিকের দু’টি ড্রামে ভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদককারবারের অভিযোগে তাকে (আয়না মতি) গ্রেফতার করা হয়।’
এ বিষয়ে শার্শা থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।