ইবির নতুন ছাত্রউপদেষ্টা বাকি বিল্লাহ ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট শফিকুল
- ইবি সংবাদদাতা
- ৩০ মার্চ ২০২৪, ১৯:৩৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্রউপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে সূত্রে, সদ্যবিদায়ী ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরীনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় ২৯ মার্চ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। এছাড়া টিএসসিসির পরিচালকের দায়িত্ব থেকে অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহকে অব্যাহতি প্রদান করে ৩০ মার্চ থেকে তাকে ছাত্রউপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফীনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় ওই পদে অধ্যাপক ড. শফিকুল ইসলামকে নিয়োগ দেয়া হয়।
পরবর্তী এক বছরের জন্য ওই দুজনকে পদায়ন করেছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা