১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

যশোরের বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার

যশোরের বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার - নয়া দিগন্ত

যশোরের বেনাপোল ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র‌্যাব যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে একটি অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে ১টি (এক) বালতি ভর্তি (২১টি) ককটেল বোমা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ ককটেল বোমা দ্বারা যেকোনো বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। ওই ককটেল বোমা মজুদকারীদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে।

পরে উদ্ধারকৃত ককটেল বোমা জব্দতালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement