০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


হাদিসের বাণী

কথা বলবেন না আল্লাহ

-

আবু যর রা: থেকে বর্ণিত রাসূলুল্লাহ সা: বলেন, তিন ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না। তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব। রেওয়ায়েতকারী বলেন, তিনি এ আয়াতটি তিনবার পড়লেন। আবু যর রা: বললেন, ইয়া রাসূলুল্লাহ সা: তারা (ওই তিন ব্যক্তি) কারা? তিনি বললেন, তারা হলো : যে ব্যক্তি টাখনুর নিচে কাপড় ঝুঁলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। (মুসলিম-ঈমান পর্ব : ১৯৫)


আরো সংবাদ



premium cement