খান ইউনিসের গণকবর নিয়ে ‘যুদ্ধাপরাধ’ তদন্ত চায় ওআইসি
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ এপ্রিল ২০২৪, ২০:২০
গাজার খান ইউনিসের গণকবর নিয়ে ‘যুদ্ধাপরাধ’ তদন্ত চেয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার (২২ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, শত শত বাস্তুচ্যুত, আহত ও অসুস্থ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। তাদের হাত থেকে চিকিৎসক দলও রেহাই পাইনি। ইসরাইলি সেনারা হত্যার আগে তাদের নানা ধরণের নির্যাতনও চালিয়েছে। এসব গুরুতর যুদ্ধাপরাধ। তা মানবতার বিরুদ্ধেও অপরাধ। সেজন্য এই যুদ্ধাপরাধের তদন্তের জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালতকে আহ্বান করছি। তারা যেন এই যুদ্ধাপরাধের দায়িত্ব গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।
ওই বিবৃতিতে ইসরাইলের এই ভয়াবহ গণহত্যার তীব্র নিন্দাও জানানো হয়।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা