০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

জাতিসঙ্ঘের সহায়তা আফগানিস্তানের তুলনায় ইউক্রেন বেশি পেয়েছে

জাতিসঙ্ঘের সহায়তা আফগানিস্তানের তুলনায় ইউক্রেন বেশি পেয়েছে - ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেন চলতি বছর জাতিসঙ্ঘ থেকে ১৮০ কোটি ডলারের বেশি সাহায্য পেয়েছে, যা সংস্থাটির আফগানিস্তানকে দেয়া সহায়তার চেয়ে ১০০ কোটি ডলার বেশি।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বিতর্কে তিনি বলেন, উল্লেখযোগ্যভাবে দাতাদের মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে ইউক্রেন বর্তমানে প্রথম স্থানে রয়েছে। চলতি বছরের এ পর্যন্ত জাতিসঙ্ঘ ইউক্রেনকে মানবিক সহায়তা হিসেবে ১৮৩ কোটি ডলার দিয়েছে।

রাশিয়ার কূটনীতিক আরো বলেন, এই সহায়তা দীর্ঘদিন ধরে সহিংসতায় ভোগ করে আসা সিরিয়ার জনগোষ্ঠীকে সহায়তায় যা প্রদান করা হয়েছে তার চেয়ে তিন কোটি ডলার এবং আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য দেয়া সাহায্যের চেয়ে ১০০ কোটি ডলার বেশি। এই দু’দেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মাধ্যমে সরাসরি ‘পরীক্ষামূলক গণতন্ত্রীকরণের’ অভিজ্ঞতা লাভ করেছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement