১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে

- ছবি : সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৩ লাখ ৪৩ হাজারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১২টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ছয় শ’ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৩ হাজার ৫৮৮ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫২ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ২৬০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৮৭০ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৮ হাজার নয় শ’ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৮ লাখ ২৪ হাজার ২২০ মানুষ। ছয় লাখ ৬৯ হাজার ৪৩৬ জন মারা গেছেন।


আরো সংবাদ



premium cement

সকল