যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ০৯:৪৬
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে এক মোটরসাইকেলকে চাপা দিলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী রাস্তায় ছিটকে পড়েন। সে সময় এসআই মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের কাছে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই সাইফুল আরো জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
কাভার্ডভ্যানের চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা