১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
এমপি আনার হত্যা

শাহীনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাইবে ডিবি

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-উর-রশিদ। - ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ আক্তারুজ্জামান শাহীনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-উর-রশিদ।

রোববার (২৬ মে) সকালে হত্যা মামলার তদন্তের জন্য কলকাতা যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, সংসদ সদস্যের ছোটবেলার বন্ধু শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। তিনি এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা।

তিনি বলেন, বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

এমপি আনার হত্যা মামলার তদন্তের জন্য সকালে ডিবির ৩ সদস্যের একটি দল ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে কলকাতায় পৌঁছান বলে তাদের একজন নিশ্চিত করেছেন।

ডিবি প্রধানের নেতৃত্বে দলে রয়েছেন গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মুহাম্মদ আব্দুল আহাদ ও অতিরিক্ত উপকমিশনার শাহীদুর রহমান।

এমপি আনার চিকিৎসার জন্য ১১ মে কলকাতা যান এবং ১৪ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ওইদিন এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

শুক্রবার ঢাকার একটি আদালত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম

সকল