১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাবিতে অনলাইন ক্লাস, স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৭ নির্দেশনা

ঢাবিতে অনলাইন ক্লাস, স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৭ নির্দেশনা - সংগৃহীত

সারাদেশে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে।

ঢাবি’র এক বিজ্ঞপ্তিতে তাপদাহ বা হিট ওয়েব এড়াতে ৭ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়, কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো- সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা, যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা, বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা, তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।

উল্লেখ্য, বর্তমানে প্রচলিত শতকরা ১০ ভাগ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement