ডেমরায় ভলবো বাসের গ্যারেজে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- ০১ এপ্রিল ২০২৪, ২২:০৩, আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ২৩:৪১
রাজধানীর ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়ায় গ্যারেজে রাখা কয়েকটি ভলভো বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রাজধানীর ডেমরায় বাস রাখার একটি গ্যারেজে আগুন লেগেছে। গ্যারেজে বেশ কয়েকটি ভলবো বাস রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস। রাত পৌনে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টা ৫০ মিনিটের দিকে ডেমরার ধার্মিকপাড়ায় বাস রাখার গ্যারেজে আগুন লাগে। এ সময় কয়েকটি ভলভো বাসে আগুন জ্বলছে দেখে লোকজন ফায়ার সার্ভিসে ফোন করে। খবর শুনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সেখানে ছুটে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ জানান, ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরো চারটি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয় সূত্র জানায়, ওই গ্যারেজে অন্তত ৭ থেকে ৮টি ভলবো বাস রয়েছে। সেগুলোর প্রত্যেকটিতেই আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনলেও সবগুলো বাস ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে।