১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা - প্রতীকী ছবি

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেইজে এসব নির্দেশনা তুলে ধরা হয়েছে।

নির্দেশনাগুলো হলো

১. লোকজনকে তীব্র গরম থেকে দূরে থাকতে এবং মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিতে বলা হয়েছে।

২. প্রচুর পরিমাণে নিরাপদ পানি (প্রাপ্তবয়স্কদের জন্য ২.৫ থেকে ৩ লিটার) পান করতে এবং হেপাটাইটিস এ, ই ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এড়াতে রাস্তার পাশের খাবার ও পানীয় এড়িয়ে চলতে বলা হয়েছে।

৩. প্রয়োজনে একাধিকবার গোসল করতেও বলা হয়েছে।

৪. ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে এবং প্রচণ্ড গরমের মধ্যে গাঢ় রঙিন পোশাক পরিহার করতে বলেছে স্বাস্থ্য অধিদফতর।

৫. ঘাম বন্ধ হওয়া, বমি বমি ভাব, তীব্র মাথাব্যথা এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবে জ্বালা, খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে যেতে ও ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে।

৬. ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি যেকোনো স্বাস্থ্য সমস্যায় প্রচণ্ড গরমের মধ্যে চিকিৎসা নেয়া।

৭. এতে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে এবং নির্দেশাবলী অনুসরণ করতে বলা হয়েছে। একইসাথে অন্যদেরও এসব নির্দেশনা অনুসরণ করতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।

৮. স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার জন্য স্বাস্থ্য পরিষেবা নম্বর ১৬২৬৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত মদিনা রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩

সকল