১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার মেসি, ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

এবার মেসি, ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা - ছবি : সংগৃহীত

এবার গোল করলেন লিওনেল মেসি। আর সেইসাথে কোপা আমেরিকার সেমিফাইনালে ২-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

এই ম্যাচে শুরু থেকেই দাপটের সাথে খেলে যাচ্ছে আর্জেন্টিনা। ২৩ মিনিটের সময় তারা এগিয়ে যায়। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল। বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নম্বর নাইন।

গোলের দেখা পেতে পারতেন লিওনেল মেসিও। দুই গোল যোগ হতে পারত নামের পাশে। তবে গোলবারের বাইরে চলে গেছে তার শট। সেমিফাইনালে এসেও তাই গোলের খাতা খোলা হলো না আর্জেন্টাইন নম্বর টেনের। তবে খুব বেশি দেরি করতে হয়নি মেসিকে। দ্বিতীয়ার্ধে তথা ৫১ মিনিটের সময় তিনি গোল পেয়ে যান।

 


আরো সংবাদ



premium cement