ইউরোর মঞ্চে ফুটবলের ২ নিয়ম বদলের দাবি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুলাই ২০২৪, ১১:৩৮
ইউরো কাপ শেষ পর্যায়ে। তার মাঝেই দু’টি নিয়ম বদলের দাবি উঠেছে। ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকার এবং রিয়ো ফার্ডিনান্ড দাবি তোলেন, ৯০ মিনিটের পর আর ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়ার দরকার নেই। অন্য দিকে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যানের দাবি, হ্যান্ডবলের বিষয়ে আরো স্বচ্ছ হওয়া দরকার।
এবারের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম তিনটি ম্যাচই অতিরিক্ত সময়ে যায়। এর মধ্যে স্পেন-জার্মানি বাদে কোনো ম্যাচেই অতিরিক্ত সময়ে গোল হয়নি। তার মধ্যে সবচেয়ে ঘুমপাড়ানি ফুটবল হয়েছে ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচে। কোনো দলকেই গোল করতে আগ্রহী দেখায়নি।
সেই ম্যাচের বিশ্লেষণ করতে বসে লিনেকার ব্যাখ্যা করেন, কিভাবে ফুটবলারেরা ক্লান্ত হয়ে পড়ছেন অতিরিক্ত সময়ে যাওয়ায়। তার দাবি, ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকারে যাওয়া উচিত ম্যাচ। এই নিয়ম রয়েছে কোপা আমেরিকায়। সেটাই অনুসরণ করতে বলেন তিনি।
লিনেকারের কথায় ‘এখনকার ফুটবলে আদৌ অতিরিক্ত সময়ের কোনো গুরুত্ব রয়েছে কিনা জানি না। খেলোয়াড়েরাও মনে হয় পছন্দ করে না। একটা কঠিন মৌসুমে ক্লাবের হয়ে কাটিয়ে আসার পর ওরা ক্লান্ত। এত ম্যাচ আর খেলতে পারছে না। ইউরো কাপে অনেক ক্লান্ত ফুটবলার চোখে পড়েছে আমার।’
ফার্ডিনান্ডের উদ্দেশে লিনেকার বলেন, ‘যদি ফুটবলারদের আরো বেশি ম্যাচ খেলতে বলা হয়, তা হলে অতিরিক্ত সময়ের ব্যাপারটাই তুলে নেয়া উচিত। তাতে কিছুটা হলেও কম পরিশ্রম হবে। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে বেশিভাগ দর্শকই টাইব্রেকার দেখতে চায়।’
ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার ফার্ডিনান্ডও পাশে দাঁড়িয়েছেন ফুটবলারদের। তিনি বলেন, ‘খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন খেলোয়াড়েরা ভেঙে পড়বে। এত বেশি ম্যাচ ওদের দিয়ে খেলানো উচিত নয়। কিভাবে ম্যাচের দৈর্ঘ্য কমানো যায় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। আমার মত, ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর সরাসরি টাইব্রেকারে চলে যাওয়া হোক।’
শুক্রবার স্পেনের বক্সে মার্ক কুকুরেয়ার হাতে একটি বল লাগে। সেটি রেফারি পেনাল্টি দেননি। কারণ তার মনে হয়েছে, কুকুরেয়া বলের গতিপথ থেকে হাত সরাতে গিয়েছিলেন। তাই সেটি অনিচ্ছাকৃত। নাগেলসম্যানের মতে, রাতারাতি নিয়ম বদলের দরকার নেই। কিন্তু হ্যান্ডবলের নিয়মকে আর একটু বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত। রেফারিদের উচিত বিপক্ষ দলের প্রতি সঠিক বিচার করা। শুধু এই একটি ঘটনা, বাকি সব বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য বলে মনে করেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা