ভুটান যাওয়া পিছিয়েছে বাংলাদেশ দলের
- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ জুলাই ২০২৪, ২৩:০৬
১১ ও ১৪ জুলাই ভুটানের সাথে দুই ফিফা প্রীতি ম্যাচ খেলতে ৮ তারিখে ভুটান যাওয়ার কথা ছিল বাংলাদেশ মহিলা দলের।
কিন্তু ভুটানগামী একমাত্র এয়ারলাইন্স দ্রুক এয়ারে যাওয়া-আসার পর্যাপ্ত সিট পায়নি বাংলাদেশ দল।
তাই আপাতত ভুটান যাচ্ছে না পিটার জেমস বাটলার বাহিনী। বিকল্প হিসেবে এ মাসের শেষে বা আগস্টের শুরুতে ভুটানে অনুষ্ঠিতব্য তিন জাতি ফুটবলে অংশ নেবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) জানান বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।
কিরন জানান, এই বিলম্বে অবশ্য লাভই হচ্ছে বাংলাদেশ দলের। কারণ ভুটানের সাথে দুই ম্যাচের চেয়ে তিন জাতি টুর্নামেন্ট খেললে এবং তাতে তৃতীয় দল শক্তিশালী হলে এবং সেই আসরে চ্যাম্পিয়ন হলে র্যাংকিং বাড়বে সাবিনা খাতুনদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা