১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১.৪ বিলিয়ন ইউরোতেও সৌদি আরবে যাননি মেসি!

১.৪ বিলিয়ন ইউরোতেও সৌদি আরবে যাননি মেসি! - ছবি : সংগৃহীত

বছরে ১.৪ বিলিয়ন ইউরোর টোপ সামলেছেন লিওনেল মেসি। ফরাসি ক্লাব প্যারিস সঁ জরমঁ থেকে মেসিকে সই করাতে ঝাঁপিয়েছিল আল হিলাল। কিন্তু আল হিলালে না গিয়ে অনেক কম বেতনে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন মেসি। সৌদি আরবের ক্লাবে সই করার জন্য মেসিকে কত টাকার প্রস্তাব দিয়েছিল তারা?

আল হিলাল মেসিকে কত টাকার প্রস্তাব দিয়েছিল, তা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা শোনা গিয়েছে। এত দিনে মুখ খুলেছে আল হিলাল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমে তারা জানিয়েছেন, মেসিকে তিন বছরের জন্য সই করাতে চেয়েছিলেন তারা। তিন বছরের জন্য ১.৪ বিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলেন তারা। আল হিলালে গেলে বছরে ৪১৯২ কোটি রুপি করে পেতেন আর্জেন্টিনার তারকা।

সৌদির ক্লাব আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদো বছরে ৬৪১ কোটি রুপি পান। অর্থাৎ, আল হিলালে গেলে রোনালদোর প্রায় সাতগুণ টাকা পেতেন মেসি। কিন্তু তিনি সই করেন মায়ামিতে। কারণ, মেসির পরিবার চেয়েছিল তিনি আমেরিকায় খেলুন। তা ছাড়া মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে সেখানে সই করেন মেসি। মায়ামিতে তিনি বছরে ১২৩১ কোটি রুপি পান। অর্থাৎ, বছরে প্রায় ৩০০০ কোটি রুপির লোভ সামলেছেন মেসি।

আপাতত মেসি ব্যস্ত দেশের হয়ে খেলতে। আগামী ২০ জুন থেকে শুরু কোপা আমেরিকা। আরো একবার কোপা জিততে মরিয়া লিয়ো। সেই লক্ষ্যেই নামবেন তিনি। শনিবারই কোপার জন্য ২৬ জনের আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার গ্রুপে রয়েছে কানাডা, চিলি ও পেরু।
২০ জুন (বাংলাদেশ সময় ২১ জুন ভোরে) কোপার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা। ২৬ জুন চিলি ও ৩০ জুন পেরুর বিরুদ্ধে খেলবেন মেসিরা।
সূত্র : আনন্দবাজার পত্রিাক


আরো সংবাদ



premium cement