১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তৃপ্তিহীন স্বস্তির জয়ে ইউরো শুরু ইংল্যান্ডের

তৃপ্তিহীন স্বস্তির জয়ে ইউরো শুরু ইংল্যান্ডের - ছবি : সংগৃহীত

ম্যাচজুড়ে এলোমেলো ফুটবল উপহার দিলেও স্বস্তির জয়ে ইউরো শুরু ইংল্যান্ডের। সার্বিয়াকে হারিয়ে আসরে শুভ সূচনা করলো বর্তমান রানার্সআপরা। ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেছেন জুড বেলিংহাম।

জার্মানির পশ্চিমের শহর গেলসেনকিরশেনে রোববার রাতে মুখোমুখি হয় ইংল্যান্ড ও সার্বিয়া। যেখানে ১-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে গতবারের রানার্সআপরা।

স্বস্তির জয় পেলেও তৃপ্তি আসেনি ইংলিশ ফুটবলে।তারকায় ঠাসা এই ইংল্যান্ড দলের কাছে যে পারফরম্যান্স প্রত্যাশিত ছিল, সেটার দেখা মেলেনি। তবে আধিপত্য ধরে রাখার চেষ্টা ছিল শুরু থেকেই।

প্রথম গুছানো আক্রমণ থেকেই গোল বের করে আনেন বেলিংহাম। ১৩তম মিনিটে বুকায়ো সাকা ডান দিক থেকে ক্রস বাড়ান, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল চলে আসে বক্সের মুখে। যা নাগালে পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন বেলিংহ্যাম।

শুরুর ছন্দ অবশ্য ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। বল দখলে রাখায় মনোযোগী হয়ে ওঠে সার্বিয়াও। তবে, প্রথমার্ধের বাকি সময়ে উল্লেখযোগ্য কিছুই আর করতে পারেনি কেউ। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় থ্রি লায়ন্সরা।

দ্বিতীয়ার্ধে ইংলিশ আক্রমণ আরো নিস্প্রভ হয়ে যায়। বিপরীতে একের পর এক আক্রমণ সাজাতে থাকে সার্বিয়া। যদিও শেষ মুহূর্তে তালগোল পাকিয়ে বল আর লক্ষ্যে রাখতে পারেনি তারা।

৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার বড় সুযোগ পায় ইংল্যান্ড। জ্যারড বোয়েনের ক্রস বক্সের মুখে পেয়ে হেড করেন হ্যারি কেইন; তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় রুখে দেন গোলরক্ষক প্রেদরাগ রাইকোভিচ, বল তার হাত হয়ে ক্রসবারে লেগে ফেরে।

শেষ পর্যন্ত দুই দলের আর কেউ জালের দেখা পায়নি। নিস্প্রভ, নিস্প্রাণ ম্যাচটা শেষ হয় ১-০ ব্যবধানে ইংল্যান্ডের জয়েই।

ম্যাচটা কতটা ম্যাড়ম্যাড়ে হয়েছে সেটা বোঝা যাবে একটা পরিসংখ্যানেই। ১৯৮০ সালের পর থেকে এত সাধাসিধে ম্যাচ আর দেখেনি ইউরো। পুরো ম্যাচে এদিন দুই দল মিলিয়ে শট নিয়েছে মাত্র ১১টি!


আরো সংবাদ



premium cement