১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মেসি-মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

মেসি-মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয় - ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও লটারো মার্টিনেজের জোড়া গোলে গুয়াতেমালার বিপক্ষে শনিবার ভোরে মেরিল্যান্ডে কোপা আমেরিকার শেষ প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে ৪ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল গুয়াতেমালা। ওসকার সানটিসের ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন রক্ষনভাগ বিচলিত হয়ে যায়।

মার্টিনেজ ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল জড়ান। কিন্তু সমতায় ফিরতে আর্জেন্টিনাকে খুব বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। গুয়াতেমালার গোলরক্ষক নিকোলাস হাগেনের ভুলে ১২ মিনিটে মেসি সমতা ফেরান। আর্জেন্টাইন অধিনায়কের ক্যারিয়ারে এটি ছিল ১০৭তম আন্তর্জাতিক গোল। আগামী বৃহস্পতিবার আটালান্টায় কানাডার বিপক্ষে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে এটাই বিশ্বচ্যাম্পিয়নদের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল।

প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙ্গে দ্বিতীয় গোল পেতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে। ৩৯ মিনিটে গুয়াতেমালার ডিফেন্ডার নিকোলাস সামায়োয়া ১৯ বছর বয়সী মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনিকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে শট নেবার দায়িত্ব মেসি মার্টিনেজের কাঁধে তুলে দেন। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড এই দায়িত্ব পালনে কোনো ভুল করেননি। বিরতির আগে দুটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। মেসির লো ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। মার্টিনেজের ওভারহেড কিক পোস্টে লেগে ফেরত আসে। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ফিরতি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

দারুণ এক দলীয় সমঝোতায় ৬৬ মিনিটে ৩-১ ব্যবধানে লিড নেয় আর্জেন্টিনা। গোল এরিয়ার ঠিক বাইরে মেসি এনজো ফার্নান্দেজের দিকে বল বাড়িয়ে দেন। চেলসি মিডফিল্ডার ফিরতি পাসে আবারো তা মেসিকে দিলে প্রথম সুযোগেই তিনি বল বাড়িয়ে দেন মার্টিনেজের দিকে। পোস্টে খুব কাছে থেকে মার্টিনেজ তার দ্বিতীয় গোল পূরণ করেন। ৭৭ মিনিটে আরেক অভিজ্ঞ তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রু বলে মেসি আবারো স্কোরশিটে নাম লেখালে বড় ব্যবধানের জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা।

 


আরো সংবাদ



premium cement