১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু জার্মানির

স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে ইউরো শুরু জার্মানির - ছবি : সংগৃহীত

বড় জয়ে ইউরো শুরু জার্মানির। উদ্বোধনী ম্যাচেই রাখল শক্তির ছাপ। যেন বলতে চাইল, শিরোপা পুনরুদ্ধারে পূর্ণ প্রস্তুত তারা। প্রতিপক্ষ স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ম্যানুয়েল নয়্যারের দল।

শুক্রবার রাতে মিউনিখে পর্দা উঠে ইউরো ২০২৪ আসরের। আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয় জার্মানি ও স্কটল্যান্ড। যেখানে স্বাগতিকেরা পুরোপুরি উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডকে। তিনবারের চ্যাম্পিয়নদের জয় ৫-১ ব্যবধানে।

দুই দলের মাঝে যখন আকাশ-পাতাল পার্থক্য, তখন জয়টা জার্মানির প্রত্যাশিতই ছিল। শুধু অপেক্ষা ছিল ব্যবধান কতো বড় হয় তা জানার। তবে এতটা বড় জয় হয়তো ভাবনাতে আসেনি, স্কটল্যান্ডকে মোটেও পাত্তাই দেয়নি।

ম্যাচে জার্মানির দাপট কতটা ছিল তা বোঝাতে পরিসংখ্যানই যথেষ্ট। পুরো ম্যাচজুড়ে যেখানে জার্মানির বল দখলে ছিল ৭৩ শতাংশ। যেখানে তারা নিয়েছে ১৯টি শট, যার মধ্যে ৯টি ছিল অন টার্গেটে। অন্যদিকে স্কটল্যান্ড নিতে পেরেছে কেবল একটা শট, তাও ছিল লক্ষ্যভ্রষ্ট।

অবশ্য এমনটাই তো হবার কথা। দুই দলের শক্তিমত্তায় যে যোজন যোজন পার্থক্য। জার্মানি যেখানে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন। সেখানে স্কটল্যান্ড এর আগে ইউরোতে খেলেছেই মাত্র তিনবার!

স্কটিশদের রক্ষণ ভাঙতে জার্মানির সময় লাগে মাত্র ১০ মিনিট। জশোয়া কিমিখের পাস থেকে জার্মানির প্রথম গোলটা করেন লেভারকুসেনে খেলা তরুণ মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। তাতে যেন আত্মবিশ্বাসের বারুদে আগুন জ্বলে উঠে।

প্রথম গোলের পর জার্মানি হয়ে ওঠে আরও বেশি আক্রমণাত্মক। নিজেদের পায়ে বল রেখে তারা একের পর এক আক্রমণ চালাতে থাকে। ১৯ মিনিটের মাথায় মেলে তার ফল। এবার গোল করলেন আরেক তরুণ জামাল মুসিয়ালা।

দুই গোলে এগিয়ে যেতেই ম্যাচ হেলে পড়ে জার্মানির দিকে। তবে তার পূর্ণতা পায় বিরতির ঠিক আগ মুহুর্তে। স্কটল্যান্ড আরো একটা গোল হজম করে তো বটেই, লাল কার্ডও জুটে এবার। ডি বক্সের ভেতর ইলকায় গুন্দোয়ানকে ফাউল করে লাল কার্ড দেখেন রায়ান পোর্টিয়াস।

ফলে পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন কাই হাভার্টজ। তবে আক্রমণের ধার কমেনি৷ দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ধরে রাখে জার্মানি। যদিও বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া হয় ফিনিশিংয়ের দূর্বলতায়।

তবে শেষ রক্ষা হয়নি। হাভার্টজের বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে ব্যবধান ৪-০ করেন নিকলাস ফুলক্রুগ। ডর্টমুন্ড স্ট্রাইকারের বুলেট গতির শট চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না স্কটল্যান্ড গোলকিপারের।

তবে ৮৭ মিনিটে প্রথমবার উদযাপনের উপলক্ষ পায় স্কটল্যান্ড। যদিও তা আসে জার্মানির ভুলেই। স্কটিশ ফুটবলার ম্যাককেন্নার হেড জার্মানির আন্টোনিও রুডিগারের গায়ে লেগে চলে যায় জালে, আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৪-১।

তবে তাতে জার্মানি দমে যায়নি। যোগ হওয়া সময় এমরে চানের গোলে ৫-১ করে তারা। সেই সাথে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নাগেলসমানের দল।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল