১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউরো ২০২৪ স্পন্সরশিপ : আগে টাকা পরে ‘দেশপ্রেম’!

- ছবি : সংগৃহীত

আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব কিছু বিষয় দেখবে ফুটবল বিশ্ব। আসরের মূল স্পন্সরদের তালিকায় থাকবে চীন এবং ইউরোপের বাইরের আরো কিছু দেশের দাপট।

অ্যাডিডাসবিহীন জার্মান জাতীয় দল!

৭০ বছরেরও বেশি সময় ধরে জার্মানির জাতীয় দলের স্পন্সর জার্মান কোম্পানি অ্যাডিডাস। ১৯৫৪ সালের বিশ্বকাপে জার্মানি যে প্রথম সাফল্যের দেখা পেয়েছিল তার পেছনেও অ্যাডিডাসের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গ্রুপ পর্বে যে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ফেরেঙ্ক পুসকাসের হাঙ্গেরি, তারাই কিনা ফাইনালে হেরে বসেছিল ২-৩ গোলে। মাঠের ট্যাকটিকেল দিক তো ছিলই, পাশাপাশি অ্যাডিডাসের সর্বাধুনিক বুটও জার্মানদের যে বাড়তি সুবিধা দিয়েছিল তা অনস্বীকার্য।

তারপর থেকে যেখানেই জার্মান দল খেলেছে, স্পন্সর হয়ে অ্যাডিডাসও সাথে থেকেছে।

কিন্তু গত ২২ মার্চ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়ে দেয় আর অ্যাডিডাস নয়, আগামীতে (১৯২৭ সাল থেকে) অন্তত সাত বছরের জন্য ‘ডি মানশাফট'-এর স্পন্সর থাকবে যুক্তরাষ্ট্রের নাইকি। ডিএফবির এই ঘোষণায় সাড়া পড়ে যায় জার্মানিতে। প্রতিবাদে মুখর হন অনেকেই৷ জার্মানির খেলোয়াড়দের গায়ে-পায়ে মার্কিন কোম্পানির উপস্থিতি তারা মানতে নারাজ।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি মনে করি এটা খুবই খারাপ সিদ্ধান্ত।' সামাজিক গণতান্ত্রিক দলের এই নেতার মতে, ‘বাণিজ্যের কাছে ঐতিহ্য এবং ঘরোয়া শান্তি ধ্বংস হয়ে যাচ্ছে।'

জার্মানির অর্থনীতিমন্ত্রী, সবুজ দলের নেতা রবার্ট হাবেক, ‘আমার কাছে অ্যাডিডাস এবং (জার্সির) কালো, লাল আর সোনালি সবসময় এক মনে হয়েছে। ওটাই আমার কাছে জার্মানির পরিচয়। (স্পন্সরশিপে) একটু দেশপ্রেম থাকলে আমার ভালো লাগতো।'

কিন্তু সাধারণ মানুষ থেকে ছোট-বড় রাজনৈতিক নেতাও অসন্তোষ প্রকাশ করলেও ডিএফবি অটল। আসল কারণ টাকা।

জানা গেছে, স্পন্সরশিপ চুক্তির কারণে অ্যাডিডাসের কাছ থেকে যে অর্থ পাওয়া যেতো, নাইকির কাছ থেকে তার দ্বিগুণ পাবে ডিএফবি। বছরে নাকি অন্তত ৫০ মিলিয়ন ইউরো, অর্থাৎ ৫৪ মিলিয়ন ডলারের মতো খরচ করবে নাইকি।

ইউরো ২০২৪-এর স্পন্সরশিপেও ‘নতুনত্ব'

ডিএফবির সেই ঘোষণার এক সপ্তাহ পরেই আসে ইউরো ২০২৪-এর স্পন্সরশিপ নিয়ে অবাক করা খবর- মূল স্পন্সরদের তালিকায় থাকছে না জার্মানির মার্সেডেজ বা ফক্সভাগেন, সেখানে ঢুকে পড়ছে চীনের ইলেক্ট্রিক গাড়ি তৈরির কোম্পানি বিওয়াইডি।

তবে প্রধান পাঁচ স্পন্সরের তালিকায় অবশ্য অ্যাডিডাস রয়েছে। তারা শুধু ম্যাচ বল আর স্বেচ্ছাসেবী এবং কর্মীদের সরঞ্জামাদি সরবরাহ করবে। এছাড়া ডিজিটাল সেবাদান প্রতিষ্ঠান অ্যাটস দেখবে আসরের প্রযুক্তির দিকটা। মূল পাঁচ স্পন্সরের তালিকায় আরো রয়েছে কোকাকোলা এবং জার্মানির জাতীয় রেলযোগাযোগ কর্তৃপক্ষ ডয়চে বান।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প!

সকল