ডি মারিয়ার গোলে জয় দিয়ে আর্জেন্টিনার কোপা প্রস্তুতি শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জুন ২০২৪, ১৩:৩৯
কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতলো আর্জেন্টিনা। আর তাতেই বিশ্বকাপের পর অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলো আলবিসেলেস্তারা।
খেলার প্রথমার্ধেই এসেছে দলের জয়সূচক গোল। সেটাও অভিজ্ঞ আনহেল ডি মারিরার পা থেকে। রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান আনহেল ডি মারিয়া। ডি মারিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৬ মিনিটে প্রথম অন টার্গেট শট নেয় আলবিসেলেস্তেরা। পরের ১৫ মিনিটে স্কালোনির দল আক্রমণে গিয়েছে বারবার। ফলাফল আসে ৪০ মিনিটে ডি মারিয়ার গোলে।
ম্যাচের শুরুর একাদশে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মেসি মাঠে নামেন। তার সঙ্গী হিসেবে ছিলেন আর দুই ফরোয়ার্ড নিকো গঞ্জালেস এবং আনহেল কোরেয়া। আর্জেন্টিনার কোপা স্কোয়াডে এই দু’জনের মধ্যে থাকা-না থাকা নিয়ে আলোচনা চলছে। আজকের ম্যাচের পারফরম্যান্সে নিশ্চিতভাবেই চোখ থাকবে কোচ স্কালোনির। আর তাতে অবশ্য দুই ফরোয়ার্ডের কেউই খুব বেশি ভরসা যোগাতে পারেননি।
এদিকে একাধিক সুযোগ তৈরি হলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় আলভারেজ-মার্টিনেজরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। প্রতিপক্ষের গোল বারে ৯টি শট নিয়েছে তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা