১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুই গোলে হারে বাংলাদেশের সন্তুষ্টি, বাংলাদেশ ০-২ অস্ট্রেলিয়া

- ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে খেলা একাদশ থেকে পাঁচজনকে বদল। আর ফিলিস্তিনের বিপক্ষে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের একাদশ থেকেও পাঁচজনকে রিজার্ভ বেঞ্চে রাখা।

এদের মধ্যে বিশ্বনাথ, ফাহিম, জনি, জামাল দুই ম্যাচেই ছিলেন প্রথম একাদশে।

মেলবোর্নের ম্যাচে খেলেছিলেন হাসান মুরাদ। ফিলিস্তিনের বিপক্ষে ছিলেন শাকিল আহমেদ। বিশ্বনাথের বাদ পড়াটা কার্ড সমস্যায়।

বুধবার কিংস এরিনায় কোচ হাভিয়ার কাবরেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে চান্স দেন ইনুজরি থেকে ফিরে আসা তারিক কাজী, মোরসালিন, মেহেদী হাসান মিন্টু, ঈসা ফয়সালও মোহাম্মদ সোহেল রানাকে।

এই পরিবর্তিত একাদশ নিয়েই ফিফা র‌্যাংকিংয়ে ২৪ এ থাকা সকারুজদের বিপক্ষে তুমুল লড়াই ১৮৪-এর বাংলাদেশ দলের। ফলে ১৬ নভেম্বর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ মিনিটে গোল হজম শুরু।

প্রথমার্ধ শেষে ওই স্কোর ৪-০। অথচ কাল নিজ মাঠে তপু-মিন্টু, তারিক কাজীদের ডিফেন্স লাইনও ভাঙ্গতে পারছিল না কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলা দলটি। এরপরও তাদের হারতে হয়েছে ০-২ গোলে। আগের তিন মোকাবেলায় ০-৫, ৪-০, এবং ০-৭ এ পরাজয়ের পর এবার দুই গোলে হারে রয়েছে বড় সান্তনা ও সন্তুষ্টি।

অস্ট্রেলিয়ার প্রথম গোলটাও লাল-সবুজদের কপাল দোষে। বক্সের বাইরে থেকে থেকে সাদা মাটা একটা শট নেন এজডিন রুসটক। ওই বল গোলরক্ষক মিতুল মারমার সোজাই যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডার মেহেদী হাসান মিন্টু সেই বল ঠেকাতে গেলে বল তার পায়ে লেগে দিক পাল্টে বোকা বানায় মিতুল মারমাকে। ঘটনাটি ২৯ মিনিটের। রক্ষনভাগ সামলিয়ে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে খেলার চেষ্টা করে ওপরে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে ওপরে রেখে। এতে মাঝ রেখা বরাবর দু’একটি সুযোগ তৈরির উপলক্ষ হলেও রাকিবরা পারেননি তা কাজে লাগাতে। ৩৩ মিনিটে বাংলাদেশের প্রথম শট অস্ট্রেলিয়ার পোস্টে। রাকিবের শট চলে যায় বহুদূর দিয়ে। ৫৩ মিনিটে বদলি হিসেবে নামা জামাল ভূইয়া ৭৩ মিনিটে শটে নিলেও তা চলে যায় গোলরক্ষক সোজা।

এর আগে, ৭১ মিনিটে বাংলাদেশ দল তিন খেলোয়াড় এক সাথে বদল করে। এর মধ্যে চোট নিয়ে মাঠ ছাড়েন তারিক। এর আগে ৬২ মিনিটে স্কোর দ্বিগুণ করে অস্ট্রেলিয়া।

জর্ডান বসের ক্রসে হেডে গোল করেন কুসিনি ইয়েনজি। বাকি সময়ে আস্ট্রেলিয়া আর কোনো গোলের চান্স তৈরি করতে পারেনি। ফলে ২০২৬ যুক্তরাস্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপ বাছাইয়ে শেষ হোম ম্যাচে হারে শেষ করতে হলো বাংলাদেশ।

জামালদের পরের ম্যাচ ১১ জুন কাতারের মাঠে লেবাননের বিপক্ষে। ৫ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আস্ট্রেলিয়া। বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে তলানীতে।

বাংলাদেশ দল : মিতুল, তপু, মেহেদী, সাদ (চন্দন ৭১ মিনিটি), হৃদয়, সোহেল রানা (জামাল ৫৩ মিনিট), মো: সোহেল রানা (রিমর ৭১ মিনিট), রাকিব, ঈসা (রহমত ৮৩ মিনিট), তারিক (শাকিল ৭১ মিনিট) মোরসালিন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল