১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বায়ার্ন মিউনিখের কোচ হচ্ছেন কোম্পানি!

ভিনসেন্ট কোম্পনি - সংগৃহীত

বায়ার্ন মিউনিখের পরবর্তী কোচ হিসেবে ভিনসেন্ট কোম্পনিকে বেছে নেয়া হয়েছে। কিন্তু চুক্তির বিস্তারিত কিছু বিষয় এখনো নির্ধারণের বাকি রয়েছে। ক্লাবের সুপারভাইজারি বোর্ড সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে এই তথ্য নিশ্চিত করেছেন।

জার্মান ট্যাবলয়েড বিল্ড ও ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ান সূত্র মতে, ৩৮ বছর বয়সী এই বেলজিয়ানের সাথে বায়ার্ন নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে। যদিও কোম্পানির অধীনে বার্নলি এ বছর প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েছে।

স্কাই ইতালিয়াকে রুমেনিগে বলেন, কোম্পানির যোগদানের আগে সামান্য কিছু বিষয় ঠিক করার প্রয়োজন রয়েছে।

ক্লাবের সাবেক স্ট্রাইকার ৬৮ বছর বয়সী রুমেনিগে বলেন, ‘আমাদের স্পোর্টিং ডিরেক্টর কোম্পানিকে পছন্দ করেছে। এখনো এ ব্যপারে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। সামান্য কিছু কাজ বাকি রয়েছে।’

রুমেনিগে আরো বলেন, কোচ বাছাইয়ের ব্যাপারে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা তাদের সহযোগিতা করেছেন।
তিনি বলেন, ‘গার্দিওলা আমাদের অনেক বড় সহযোগিতা করেছে। সিটিতে গার্দিওলার অধীনে কোম্পানি অধিনায়ক ছিলেন। বার্নলিতে থাকাকালীনও কোম্পানির কাজ প্রায় অনুসরণ করেছে গার্দিওলা।’

ফেব্রুয়ারিতে কোচ থমাস টাচেলের সাথে সম্পর্ক শেষ হওয়ার বিষয়ে একমত হয় বায়ার্ন। বুন্দেসলিগা শিরোপা বায়ার লেভারকুসেনের কাছে হাতছাড়া হওয়ার পরেই বায়ার্ন এই সিদ্ধান্ত নেয়।

কোম্পানির বুন্দেসলিগার অভিজ্ঞতা রয়েছে। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার আগে তিনি হামবুর্গে খেলেছেন। ২০২২ সালের জুলাইয়ে তিনি বার্নলিতে যোগ দেন। ওই মৌসুমে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হিসেবে তিনি বার্নলিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন।

বায়ার্নের সম্ভাব্য কোচ হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি তালিকার শীর্ষস্থানে ছিলেন। বিশেষ করে লেভারকুসেন কোচ জাভি আলোনসো, জার্মান বস জুলিয়ান নাগলসম্যান, অস্ট্রিয়ার রাল্ফ রাঙনিক বায়ার্নের প্রস্তাব নাকচ করে দিলে কোম্পানির দিকে নজড় দেয় বেভারিয়ান্সরা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের

সকল