১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে

- ছবি - ইন্টারনেট

অপ্রত্যাশিতভাবে মাউরিসিও পচেত্তিনোকে ছাঁটাই করার পর লেস্টার সিটির এনসো মারেসকাকে পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিতে চলেছে চেলসি।

দায়িত্ব নিয়েই দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া লেস্টারকে আগামী মৌসুমের জন্য আবারো প্রিমিয়ার লিগে তুলেছেন ৪৪ বছর বয়সী এই ইতালিয়ান। শুধু তাই নয়, চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় বিভাগ) জিতে প্রিমিয়ার লিগে উঠেছে তার দল।

ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানোর দেয়া তথ্যানুসারে, মারেসকাকে ইতোমধ্যে পাঁচ বছরের জন্য চুক্তির অফার দিয়েছে চেলসি। আগামী ২০২৯ সালের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চাইলে আরো এক বছর স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যেতে পারবেন তিনি।

পজেশনাল ফুটবল-দর্শনের এই কোচকে দলে টানতে ১০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হচ্ছে লন্ডনের দলটির।

চেলসিতে কাজ করার আগ্রহ দেখিয়েছেন মারেসকা নিজেও। ফলে কাজটি সহজ হয়েছে ব্লুজদের।

রোমানো জানিয়েছেন, ব্যক্তিগত পর্যায়ে, এমনকি তার স্টাফদের ব্যাপারেও মারেসকার সাথে আলোচনা সেরে ফেলেছে চেলসি। এখন লেস্টারের সাথে চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো মিটিয়ে ফেললেই হয়ে যায়।

২১ মে পচেত্তিনোকে বরখাস্ত করার পরপরই ব্রাইটনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন রবের্ত দে সার্বি। এরপর থেকে আগামী মৌসুমে তাকেই চেলসির ডাগআউটে দেখার গুঞ্জন ওঠে ফুটবল পাড়ায়। এছাড়া ব্রেন্টফোর্ডের টমাস ফ্রাঙ্ক ও ইপচউইচ টাউনকে এবার প্রিমিয়ার লিগে তোলা কিয়েরান ম্যাককেনাও ছিলেন ক্লাব কর্মকর্তাদের লিস্টে। তবে শেষ পর্যন্ত মারেসকাকেই বেছে নিয়েছেন তারা।

লেস্টারের কোচ হয়ে সুনাম কুড়ানোই শুধু নয়, এর আগে ২০২২–২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী ছিলেন মারেসকা। ২০২১ সালে ইতালির ক্লাব পার্মার প্রধান কোচ হওয়ার আগে সিটির এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচ ছিলেন তিনি।

অন্যদিকে, প্রায় দেড় বছর পর ফুটবলে ফিরতে চলেছেন আন্তোনিও কন্তে। গত মৌসুমের সেরি-আ চ্যাম্পিয়ন নাপোলির দায়িত্ব নিতে চলেছেন ৫৪ বছর বয়সী এই কোচ।

২০২৩ সালের মার্চ মাসে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি যখন ফিরব (ডাগআউটে), তখন বাকি সবার বিপদ হয়ে যাবে। যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফিরব আমি।’

পরিবারকে সময় দিতে সেসময় কিছুদিন বিরতি নেয়ার পরিকল্পনাও জানান তিনি। বলেন, ‘টটেনহ্যামের চাকরির পর আমি পরিবারকে সময় দেবো বলে কথা দিয়েছিলাম। এখন সেটিই করব।’

‘তবে যখন ফিরে আসব, তখন এমন একটি দলের কোচ হবো যারা সম্প্রতি জিতেছে।’

ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, কন্তেকে ২০২৭ সালের জুন পর্যন্ত কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে নাপোলি। সেইসাথে তার জন্য রাখা হয়েছে ক্লাবের রেকর্ড পরিমাণ বেতন।

নাপোলির প্রজেক্ট ও অফারে কন্তে নিজেও প্রলুব্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার তার আইনজীবী ক্লাবটির সাথে চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এদিকে স্টাফ কারা হবেন, সে বিষয়ে এখন মনোযোগী হয়েছেন তারুণ্য আর উত্তেজনায় ভরপুর এই কোচ।


আরো সংবাদ



premium cement