১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তরুণ কোচের আশায় পচেত্তিনোকে বরখাস্ত করল চেলসি

- ছবি - ইন্টারনেট

স্ট্যামফোর্ড ব্রিজে আসার পর শুরুটা ভালো না হলেও মৌসুমের শেষটা জয়ে রাঙিয়েছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তাই আগামী মৌসুমে তার পরিচালনায় আরো ভালো করবে দল- এই প্রত্যাশা ছিল সমর্থকদের অনেকেরই। তবে ক্লাব কর্তৃপক্ষ এই আর্জেন্টাইনের ওপর আর আস্থা রাখতে পারল না। তাই এক মৌসুম শেষেই চেলসি ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে পচেত্তিনোর।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে চেলসির স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্টানলি বলেন, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে চেলসির সম্পর্ক শেষ হচ্ছে।

‘চেলসির সকলের পক্ষ থেকে আমরা সদ্য সমাপ্ত মৌসুমে মাওরিসিওর সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। স্ট্যামফোর্ড ব্রিজে সবসময় তার জন্য দরজা খোলা থাকবে। তার ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা।’

ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, পরবর্তী কোচ হিসেবে তরুণ একজন কোচের সন্ধান করছে চেলসি। এ বিষয়ে মালিক ও পরিচালকদের মধ্যে বেশ কয়েকজন কোচের ব্যাপারে অভ্যন্তরীণ আলোচনাও হয়েছে।

ব্রেন্টফোর্ডের টমাস ফ্রাঙ্ক এবং ইপসউইচ টাউনের কোচ কিরান ম্যাককেনার নামও তাদের আলোচনায় উঠে আসে বলে জানান রোমানো। স্টুটগার্টের জেব হোনেস তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকলেও হোনেস এখন স্টুটগার্টের দায়িত্ব সামলাতেই ব্যস্ত থাকবেন বলে জানান তিনি।

আবার তরুণ কোচ হিসেবে বার্নলির ভিনসেন্ট কোম্পানিকে চেলসি টানতে চাইবে কি না- এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠলেও এখনো তার সাথে ক্লাবটির পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন রোমানো।

কাড়ি কাড়ি টাকা খরচ করে ইউরোপের সেরা তরুণ প্রতিভাদের অনেককে একেক করে দলে ভেড়ায় চেলসি। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছিল না ক্লাবটি। গত ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ১১ ম্যাচে জয় পায় ব্লুজরা। ওই মৌসুমে ১৬ ম্যাচ হেরে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে থেকে লিগ শেষ করে তারা।

পরের মৌসুমে, অর্থাৎ ২০২৩-২৪ এ ঘুরে দাঁড়ানোর আশায় টটেনহ্যাম ও পিএসজির ডাগআউট সামলানো পচেত্তিনোকে দায়িত্ব দেয় চেলসি কর্তৃপক্ষ। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই চোট জর্জরিত হয় দলটি। তারপরও হাতে প্রতিভার কমতি ছিল না পচেত্তিনোর। তবে এতকিছুর পরও তার চেলসি অধ্যায় শুরু হয় ভীষণ বাজেভাবে। লিগের প্রথম ১০ ম্যাচে মাত্র তিনটিতে জয় পায় তার দল।

অবশ্য মৌসুমের শেষভাগে এসে ক্লাবটি ইতিবাচক ধারায় ফেরে। সবশেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। এর মধ্যে শেষের ৫টি ম্যাচই জিতে লিগ টেবিলের ষষ্ঠ অবস্থানে থেকে মৌসুম শেষ করেন পচেত্তিনো।

অন্যদিকে, ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও চেলসির পারফরম্যান্স খারাপ ছিল না। এফএ কাপে সেমি-ফাইনাল খেলা দলটি লিগ কাপের ফাইনালে ওঠে। সেখানে অবশ্য লিভারপুলের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।

এতসবের মধ্যে ৩ মাস ধরে দলটির সাফল্যের হার যেভাবে বাড়ছিল, তাতে ধারণা করা হচ্ছিল যে, এই ধারা অব্যাহত রাখতে আগামী মৌসুমেও ডাগআউট দেখা যাবে ৫২ বছর বয়সী এই ম্যানেজারকে।

তবে কিছুটা অপ্রত্যাশিতভাবেই স্ট্যামফোর্ড ব্রিজ থেকে বিদায় নিতে হচ্ছে ২০১৬-১৭ মৌসুমে টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা পচেত্তিনোকে।

বিদায়লগ্নে তিনিও ক্লাবটির আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন।

‘এই ফুটবল ক্লাবের ইতিহাসের অংশ হওয়ার সুযোগ দেয়ার জন্য চেলসির মালিক ও স্পোর্টিং ডিরেক্টরদের ধন্যবাদ। দলটি এখন আগামী বছরগুলোতে প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মতো ভালো অবস্থায় আছে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল