প্রিমিয়ার লিগে সিংহাসন ধরে রাখল বসুন্ধরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২৪, ২৩:৫৫
সিংহাসন ধরে রাখল বসুন্ধরা। নিজেদের শিরেই রাখল দেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট। আরো একবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন তারা। তিন ম্যাচ হাতে রেখেই জিতল শিরোপা। এই নিয়ে রেকর্ড টানা পাঁচবার শিরোপা ঘরে তুললো দলটি।
জিতলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ জেনেই শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলতে নামে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। যেখানে টান টান উত্তেজনা ছাপিয়ে ২-১ গোলের জয় তুলে নেয় অস্কার ব্রুজেনের শিষ্যরা। সেই সাথে নিশ্চিত করে শিরোপাও।
গত আসরেই আবাহনী লিমিটেডের টানা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙেছিল বসুন্ধরা কিংস। আর এবারে নতুন উচ্চতায় পৌঁছাল তারা। এই নিয়ে অভিষেকের পর থেকে প্রতি মৌসুমেই চ্যাম্পিয়ন হলো দলটি৷ আর একবার শিরোপা জিতলেই সর্বোচ্চ শিরোপা নিয়ে বসে যাবে আবাহনীর পাশে।
এদিন ম্যাচের ১৯তম মিনিটে কিংসকে লিড এনে দেন দোরিয়েলতন গোমেজ। শেখ মোরসালিনের ছোট পাস ধরে মিগেল ফিগেইরা দামাশেনো বল বাড়ান বক্সে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান।
ম্যাচে ফেরার চেষ্টা করে মোহামেডানও। একটু পরই মোজাফফরের দূরপাল্লার ফ্রি কিক উড়ে যায় কিংসের ক্রসবারের ওপর দিয়ে। ৩৯তম মিনিটে উজবেকিস্তানের এই মিডফিল্ডারের শট বাঁক খেয়ে পোস্টে ঢোকার আগেই ফেরান মেহেদী হাসান শ্রাবণ। বিরতির আগে সমতায় ফেরা হয়নি মোহামেডানেরও।
বিরতি থেকে ফিরে ব্যবধান হয় দ্বিগুণ করেন দোরিয়েলতন। ডান দিক থেকে মোরসালিনের কর্ণারে দূরের পোস্ট থেকে হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। ৬৪ মিনিট পর্যন্ত ২-০ গোলের আধিপত্য ধরে রাখে বসুন্ধরা।
তবে ৬৫তম মিনিটে জালের দেখা পায় মোহামেডান। শাহরিয়ান ইমনকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন মিনহাজ; ফিরতি পাস ধরে নিখুঁত শটে খুঁজে নেন জাল। তাতে স্কোরকার্ড তখন ২-১। এরপর জমে ওঠে ম্যাচ। এরই মাঝে দুদলের খেলোয়াড়রা একবার সংঘর্ষেও জড়িয়ে পড়ে।
তবে শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সামনে খোলা থাকল লিগে রানার্সআপ হওয়ার পথ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা