১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বার্সেলোনাতেই থাকছেন জাভি

বার্সেলোনায় থাকছেন জাভি - ফাইল ছবি।

বার্সেলোনার কোচ হিসেবে বহাল থাকছেন জাভি। কাতালান ক্রাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত জানুয়ারিতেই চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি।

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টের সূত্র জানাচ্ছে- ৪৪ বছর বয়সী জাভি বার্সেলোনার সাথে গত বছর ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন। গতকাল দিনব্যাপী ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সাথে লম্বা আলোচনার পর নিজের সিদ্ধান্তের নাটকীয় পরিবর্তন করেছেন জাভি।

পিএসজির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেবার মাত্র এক সপ্তাহ পর জাভি নতুন করে তার সিদ্ধান্ত জানালেন। রোববার রিয়াল মাদ্রিদের কাছে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে ৩-২ গোলে হেরে লিগ টেবিলের শীর্ষে থাকা গ্যালাকটিকোদের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। এই জয়ে কার্যত রিয়াল শিরোপায় এক হাত দিয়ে রেখেছে।

সাবেক এই বার্সা মিডফিল্ডার বলেছেন, তিনি যখন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি ‘মুক্ত’ অনুভব করেছিলেন। জাভি সবসময়ই বলে আসছেন- এই কাজটা তার কাছে স্বপ্নের মতো। কিন্তু একইসাথে স্বীকার করেছেন এই কাজের চাপ খুব বেশি।

জানুয়ারিতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর তিনি বলেছিলেন, ‘এই ক্লাবে কাজ করতে গেলে প্রতিদিনই এমন এক অনুভূতির মুখোমুখি হতে হয় যেখানে বারবার তোমাকে মনে করিয়ে দেয়া হয় তুমি যথেষ্ট ভালো করছো না। এটা সব কোচের ক্ষেত্রেই প্রযোজ্য। পেপ গার্দিওলা একবার আমাকে বলেছিল এটা আর্নেস্টো ভালভার্দের ক্ষেত্রে হয়েছে। আমি লুইস এনরিকেকে চাপে থাকতে দেখেছি।’

জাভি আরো বলেন, ‘এখানে মাঝে মাঝে মনে হয় শ্রদ্ধার অভাব রয়েছে। তোমার কাছে মনে হবে তোমার কাজ অনেকেরই পছন্দ হচ্ছে না। এ কারণে শারিরীক ও মানসিকভাবে ভেঙে পড়াটা স্বাভাবিক। এক সময় অনেকেই আবেগী হয়ে পড়ে। আমি সবসময়ই একজন ইতিবাচক মানুষ, কিন্তু আমারও শক্তি ক্রমেই কমে যাচ্ছে। এ কারণেই আমার কাছে মনে হয়েছিল আর কাজ চালিয়ে নেবার কোনো মানে হয় না।’

সাম্প্রতিক সময়ে ক্লাবের আর্থিক দিক নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। ২০২১ সালের নভেম্বরে কোচ হিসেবে জাভিকে নিয়োগ দেয়া হয়। তার নেতৃত্বে ক্লাবের সৌভাগ্য ক্রমেই ফিরে আসে। তারই ধারাবাহিতকতায় গত মৌসুমে লিগ শিরোপাও ঘরে আসে। কিন্তু এবারের মৌসুমে স্প্যানিশ সুপার কাপে রিয়ালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হবার পর কোপা ডেল রে’তে এ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।

জানুয়ারিতে জাভি বলেছিলেন, ‘কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে আমাকে মুক্ত থাকতে সহযোগিতা করেছে। ৩০ জুন থেকে আমি আর বার্সেলোনার কোচ নই। একজন বার্সা সমর্থক হিসেবে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে ক্লাবের নাটকীয় একটি পরিবর্তন প্রয়োজন।’

জাভির এই ঘোষণার পর থেকেই বার্সেলোনা এই পদ নিয়ে দুঃশ্চিন্তায় পড়ে। জাভির মানের কোনো কোচ এখন পর্যন্ত তারা খুঁজে পায়নি। বার্সেলোনা বি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ডিফেন্ডার রাফায়েল মারকুয়েজ এই তালিকায় সর্বাগ্রে এগিয়ে ছিলেন। জার্মানির সাবেক বস হান্সি ফ্লিক ও ব্রাইটনের রবার্তো ডি জারবির নামও তালিকায় উঠে এসেছিল।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল