আল ইত্তিহাদকে হারিয়ে সুপার কাপ জিতল নেইমারবিহীন আল-হিলাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ এপ্রিল ২০২৪, ১৭:০৭
সৌদি সুপার কাপ জিতল নেইমারবিহীন আল-হিলাল। গতরাতে সুপার কাপের ফাইনালে আল হিলাল ৪-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদকে। টানা জয়ের বিশ্বরেকর্ড ৩৪ ম্যাচে নিয়ে গেল আল-হিলাল।
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল হিলালের হয়ে ৪২ ও ৪৮ মিনিচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ম্যালকম। এছাড়া দলের হয়ে অন্য দু’টি গোল করেন সালেম আল দাওসারি ও নাসের আল দাওসারির।
আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি করেন পেনাল্টি মিস করা আবদেররাজ্জাক হামাদাল্লাহ। এই মৌসুমে প্রথম টুর্নামেন্টেরই শিরোপা ঘরে তুললো আল-হিলাল।
ইনজুরির কারণে এই ফাইনালে খেলতে না পারলেও ম্যাচ শেষে দলের সাথে শিরোপা জয়ের উৎসবে মেতে ছিলেন নেইমার।
পিএসজি ছেড়ে চলতি মৌসুমের শুরুতে আল হিলালে যোগ দেন এখন পর্যন্ত দলের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলা নেইমার।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা