১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


নেইমারের ইতিহাস গড়ার দিনে বড় জয় ব্রাজিলের

নেইমারের ইতিহাস গড়ার দিনে বড় জয় ব্রাজিলের - সংগৃহীত

ব্রাজিলের জার্সি গায়ে বরাবরই উজ্জ্বল নেইমার। আজো ব্যতিক্রম হয়নি। জোড়া গোল করেছেন, জোড়া গোলে সহায়তা করেছেন; দলকেও এনে দিয়েছেন বলিভিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয়। দলকে জেতানোর পথে ইতিহাসও গড়েছেন তিনি, ব্রাজিলের জার্সি গায়ে তিনিই এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

বড় জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার সকালে নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয় তারা। যেখানে সেলেসাওরা জয় পেয়েছে ৫-১ গোলে। নেইমার ছাড়াও দলের হয়ে জোড়া গোল করেছেন রদ্রিগো, অন্যটি রাফিনিয়ার।

প্রতিপক্ষ বলিভিয়া নামে-ভারে অনেকটাই পিছিয়ে। ঘরের মাঠে এমন প্রতিপক্ষ পেয়ে প্রবলভাবে চেপে ধরে ব্রাজিল। একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করলেও বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি। দশম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু ব্রুনো গিমারায়েস সঠিক সময়ে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হওয়ায় গোল পাওয়া হয়নি ব্রাজিলের।

তবে আক্রমণের তীব্রতায় খেই হারায় বলিভিয়া। আক্রমণের চাপ সামলাতে না পেরে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় বলিভিয়া। তব্র নেইমারের দুর্বল শট ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক গিয়ের্মো ভিসকারা। তবে গোলের জন্য বেশী সময় অপেক্ষা করতে হয়নি, ১০ মিনিট পর গোল পায় স্বাগতিকরা।

রাফিনিয়ার শট গোলরক্ষক থেকে বাধা পেয়ে ফিরে আসার পর ফিরতি বল জালে জড়ান রদ্রিগো। ৩৮তম মিনিটেই দ্বিতীয় গোল পেয়েই যেতে পারত, তবে রিচার্লিসনের শট ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক। ৪১ মিনিটে ফের ঠেকিয়ে দেন নেইমারের প্রচেষ্টা। ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তার শট।

বিরতির পর আরো আগ্রাসী হয়ে উঠে ব্রাজিল। ৪৭তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে স্কোর লাইন ২-০ করেন রাফিনিয়া। ৫৩ মিনিটে আসে তৃতীয় গোল। এবার গোল করেন রদ্রিগো, তবে এই গোলেরও কারিগর ছিলেন নেইমার।

৬২ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রদ্রিগোর পা থেকে বল পেয়ে জোরালো শটে জালে জড়ান নেইমার। যা তার ৭৮তম আন্তর্জাতিক গোল। এই গোল দিয়েই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের ইতিহাস গড়েন নেইমার।

চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। গোল করেন আবরেগো। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন নেইমার। রাফিনিয়ার পাসে পা ছুঁয়ে গোল করেন তিনি।

ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে দাপুটে জয় পেল ব্রাজিল। আগামী ১৩ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে লিমায় গিয়ে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা।


আরো সংবাদ



premium cement