১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

কলম্বিয়া (জেফারসন) ১-০ উরুগুয়ে
-

২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে আসরের অন্যতম ফেবারিট উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন রদ্রিগেজ-দিয়াজরা। ফলে আগামী সোমবার ফাইনালে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নুনেজ-সুয়ারেজদের প্রতিপক্ষ কানাডা।
নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে গতকাল ১০ জনের কলম্বিয়ার সাথে পেরে ওঠেনি উরুগুয়ে। ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়েছিল। পরে অবশ্য এগিয়ে যায় উরুগুয়ে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। উরুগুয়ের ৬২ শতাংশ বল দখলের বিপরীতে ৩৮ শতাংশ বল নিজেদের কাছে রাখে কলম্বিয়া।
ম্যাচের ১৫ মিনিটে ভালো একটি সুযোগ পায় কলম্বিয়া। দিয়াজের বাড়ানো বলে মুনোজ হেড করলেও তা গোলবারে ছিল না। দুই মিনিটে পর দারুণ সুযোগ পেয়ে গড়ানো শটে চেষ্টা করলেও তাতে সফল হতে পারেননি উরুগুয়ের নুনেজ। ২২ মিনিটে আরো একবার হতাশ হতে হয় উরুগুয়ের সমর্থকদের। এবারো নুনেজের শট বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ২৮ মিনিটেও নুনেজের ভাগ্য সহায় হয়নি।
ম্যাচের ৩৪ মিনিটে দারুণ সুযোগ পেয়ে ছিল কলম্বিয়া। রদ্রিগেজের ক্রস থেকে করডোভা হেড লক্ষ্যে রাখতে পারেননি। অবশ্য ৫ মিনিট পর কাক্সিক্ষত গোলটি পাায় কলম্বিয়া। রদ্রিগেজের করা কর্নার থেকে দারুন হেডে গোল করেন জেফারসন লারমা। এটি রদ্রিগেজের ষষ্ঠ অ্যাসিস্ট। যা কোপার ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। গোল পেলেও ম্যাচের ৪৫ মিনিটে প্রতিপক্ষ এক ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুনোজ; যা ১০ জনের দলে পরিণত করে কলম্বিয়াকে। তাই কিছুটা অস্বস্তি নিয়েই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে সেই সুযোগ কাজে লাগিয়ে কলম্বিয়াকে চেপে ধরতে ভুল করেনি উরগুয়ে। একের পর এক আক্রমণ ব্যস্ত রাখে রক্ষণভাগকে। ৫৫ মিনিটে রেফারির সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন রদ্রিগেজ। তাই ফাইনালের কথা মাথায় রেখে ৬২ মিনিটে তাকে তুলে নেয় কলম্বিয়ার কোচ।
গুইলেরমোর বদলি হিসেবে ম্যাচের ৬৬ মিনিটে মাঠে আসেন তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। মাঠে নামার ৫ মিনিট পর ভালবার্দের বাড়ানো বলে শট করলেও গোলের দেখা পাননি সুয়ারেজ। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। বাকি সময়ে তেমন কোনো আক্রমণ না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। আগামী ১৫ জুলাই মিয়ামিতে মেগা ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে রদ্রিগেজের কলম্বিয়া।


আরো সংবাদ



premium cement