২ ও ৩ আগস্ট ঢাকায় আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার
- ১২ জুলাই ২০২৪, ০০:০৫
সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস ইন হোমিওপ্যাথি (ক্যাশ) বাংলাদেশের উদ্যোগে আগামী ২ ও ৩ আগস্ট নবম আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার আইডিইবি ভবন, কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, প্রখ্যাত চিকিৎসক, শিক্ষক ও গবেষকগণ তাদের জ্ঞানগর্ব আলোচনায় অংশগ্রহণ করবেন। সেমিনার উপলক্ষে ২০০ শব্দের মধ্যে রোগের ওপরে বাংলাদেশী ডাক্তারদের ইংরেজিতে লেখা আহ্বান করা হয়েছে যা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ঊ=সধরষ:ঢ়ৎড়ভ.সলধযধহমরৎ@ুধযড়ড়.পড়স ্ ধষ নধৎধশধযড়সড়বড়যধষষ@ুধযড়ড় প্রেরণের জন্য বলা যাচ্ছে। এ ছাড়া সেমিনারে অংশ নিতে বাংলাদেশী ডাক্তারদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। আসনসংখ্যা সীমিত, বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ মোবাইল নং: ০১৭৫৯৫৩৬৩৩০, ০১৭১১৩০৩৩১৪, ০১৭১১৭৩৭৪১৫, ০১৭১৮৪৫৫৫৮০, ০১৭২১২৪১৯৭২। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা