শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বিএনপির ইন্ধন নেই : ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ জুলাই ২০২৪, ০০:০০
দেশে চলমান বিপুল সমস্যা ডায়ভার্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন কাজে লাগানো হচ্ছে কিনা সেদিকেও বিএনপি খেয়াল রাখছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীনদের দেয়া অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সরকারি দলের মন্ত্রীদের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের কখনই এই ধরনের আন্দোলনে ইন্ধন দেয়ার প্রশ্ন উঠে না। এই সব আন্দোলন তাদের নিজস্ব। প্রফেসাল জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন, ছাত্রছাত্রীরা এই আন্দোলন করছেন। আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন? বিএনপি এই আন্দোলন সমর্থন করে।
এইসব আন্দোলন যৌক্তিক মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা তাদের আন্দোলন যৌক্তিক বলে মনে করি। দেশের মানুষ যখন তাদের স্বার্থে ঐক্যবদ্ধ হয়, তখন এটা আমাদেরকে অনুপ্রাণিত করে।
চলমান দুই আন্দোলন প্রসঙ্গ : মির্জা ফখরুল বলেন, এটাকে আমরা দুইভাবে দেখি। একটা হচ্ছে, দেশে বিপুল সমস্যা আছে সেটাকে ডায়ভার্ট করার জন্য আন্দোলন তৈরি করা করা হতে পারে। আমরা এও মনে করি, কোটা বিরোধী ছাত্রদের দাবি যৌক্তিক। ৫০ বছর পরেও ৫৬% কোটা সম্পূর্ণ অযৌক্তিক। এর ফলে মেধার বিকাশ হচ্ছে না, মেধাবীদের এডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন জায়গাগুলোতে নিতে পারছে না। এটা একটা বড় ক্ষতি।
শিক্ষকদের আন্দোলন যুক্তি সঙ্গত দাবি করে তিনি বলেন, শিক্ষকদের দাবিও যৌক্তিক। সরকার আগে বলেছে যারা পেনশন পায় তাদের কোনো দরকার নেই। ঐচ্ছিক বিষয়টা বাধ্যতামূলক করা হয়েছে। কারণ হচ্ছে সরকারের আর্থিক খাতে যে দুরবস্থা তাদের টাকা-পয়সা সব শেষ হয়ে গেছে। এখন তারা বিভিন্ন জায়গা থেকে টাকা আনছে। বিভিন্ন অটোনোমাস বডি আছে যাদের কাছে বহু সারপ্লাস মানি ছিল সেগুলো নিয়ে নিয়েছে। কোথাও কিছু বাকি রাখছে না।
ঋণ ফাঁদে সরকার : মির্জা ফখরুল বলেন, এটা বাস্তব কথা। আমরা বারবার বলছি, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সবাই দুর্নীতিবাজ। এমনকি যারা প্ল্যানিং করছে, অর্থনৈতিক পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে সবক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা প্রধান। একটা ঋণ নিয়ে আরেক ঋণ শোধ করা এটা কারা করে? দেখবেন যারা সব জায়গাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক মতো চালাতে পারছে না তাদের কিন্তু এই কাজটা করতে হয়।
ভুল তথ্য দিচ্ছে সরকার : মির্জা ফখরুল বলেন, মারাত্মক ভুল তথ্য তারা দিচ্ছে। পত্রিকায় দেখলাম রফতানি আয় ৬৪ বিলিয়ন বেশি দেখিয়েছে। ইট ইজ নট ট্রু! ওদের হিসাবেই এসব ভুল বেরোচ্ছে।
মহানগরের নতুন নেতৃবৃন্দের সাক্ষাৎ : দুপুরে গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, দক্ষিণের রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নবগঠিত মহানগর কমিটি দেশনেত্রীর চলমান আন্দোলনসহ সব আন্দোলনে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। কারণ যে নেতৃত্বটা এসেছে আমি মনে করি এটি ঢাকা মহানগরীর বিএনপির জন্য ভালো নেতৃত্ব এসেছে।
গত রোববার বিএনপি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বরিশাল, চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা