১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাতে শিক্ষার্থীদের অবস্থান

কোটাবিরোধীকে হল ছাড়ার নির্দেশ ছাত্রলীগের

-

কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও অমর একুশে হলের ছাত্র সংসদের সাবেক সদস্য সারজিস আলমকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে; এদিকে এ খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে অমর একুশে হলের সামনে রাস্তা আটকে অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, সারজিস আলমকে যারা হল থেকে বের করে দিয়েছে তাদের সবাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী। ঘটনার ব্যাপারে সারজিস আলমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা এসে বলেছে কোটা আন্দোলনে থাকলে আমাকে হল থেকে বেরিয়ে যেতে হবে। আমি কোনো কথা না বাড়িয়ে ব্যাগ গুছিয়ে হল থেকে চলে যাচ্ছিলাম। ততক্ষণে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। পরবর্তীতে, অমর একুশে হলসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা আমাকে হলে ওঠার দাবি নিয়ে পথ আটকে বিক্ষোভ করে। পরে আমি প্রভোস্ট স্যারকে ফোন করে বিষয়টি জানাই। তিনি আমাকে হলে থাকার অনুমতি দেন।

কারা হল থেকে বের হওয়ার নির্দেশ দিয়েছেন তাদের নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি চাই না আর ঝামেলা হোক। যারা এ কথা বলেছিল সেসব নেতাকর্মী আমার কাছে মাফ চেয়েছেন। তারা কৃতিত্ব লাভের জন্যই এমনটা করেছেন। এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনকে কল করলেও তিনি রিসিভ করেননি।
ঘটনাটি সম্পর্কে হল প্রভোস্ট অধ্যাপক ইশতিয়াক আহম্মেদ বলেন, একটা মিস ইনফরমেশনের কারণে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। আমি সারজিসকে রুমে তুলে দিয়ে আসছি। সে এখন রুমে আছে। এর আগে, বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে যেতে বাধা দেয় ছাত্রলীগের হল শাখার নেতাকর্মীরা। এ সময় হলের গেটে তালা দিয়ে তারা শিক্ষার্থীদের আটকে রাখে । পরে শিক্ষার্থীরা তালা ভেঙে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার

সকল