১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরো কর্মসূচি দেবে বিএনপি

-

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি শেষ করেছে বিএনপি। গত বুধবার সারা দেশের জেলাপর্যায়ে অনুষ্ঠিত সমাবেশ ছিল তিন দিনের শেষ কর্মসূচি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, আবারো দ্রুত দলের চেয়ারপারসনের ইস্যুতে কর্মসূচি ঘোষণা করা হবে ।
দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, খালেদা জিয়ার ইসুটির সাথে অন্যান্য ইসুকেও যুক্ত করতে চায় বিএনপি। এ ক্ষেত্রে দেশের আর্থিক দুরবস্থা, দুর্নীতি ও ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক বাতিলের দাবিগুলো যুক্ত হবে। যুগপৎ ধারায় যুক্ত দলগুলোকে এই ইস্যুতে যুক্ত করা হতে পারে।

ইতোমধ্যে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ভারতের সাথে যে ১০টি সমঝোতা স্মারক সই করেছে, তা গোলামির নবতর সংস্করণ মাত্র। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত গত শুক্রবার এক অনুষ্ঠানে উল্লেখ করেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুব জরুরি। আমরা এটাকে আলাদা করে দেখতে চাই না, গণতান্ত্রিক আন্দোলনের সাথে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। দলের সিনিয়র নেতাদের সাথে আলাপকালে জানা গেছে, স্থায়ী কমিটির আগামী বৈঠক বা তার আগেই নতুন কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে।
গত ২৬ জুন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি ও তার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৯ জুন রাজধানীতে সমাবেশ ও ১ জুলাই সারা দেশের মহানগরে সমাবেশ করেছে দলটি। গত বুধবার জেলা সদরে সমাবেশ করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, জেলাপর্যায়ে সমাবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় অনুসারীদের হামলার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। নাটোর, পটুয়াখালী, বাগেরহাট জেলাসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে ২০২১ সালের ২৩ নভেম্বর ৮ দিনের কর্মসূচি দিয়েছিল বিএনপি। এরপর ২০২৩ সালের ১৪ অক্টোবর ঢাকাসহ দেশের মহানগর ও জেলা শহরে সর্বশেষ অনশন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। উভয় সময়েই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বেগম জিয়া এখনো অসুস্থ। গুলশানের বাসায় রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সকল