টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত
- উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ০৩ জুলাই ২০২৪, ০১:৫০
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে এক মিয়ানমারের নাগরিক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মমদ আয়াছ। তার নাম ছাড়া তার কোনো ঠিকানা পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
কক্সবাজার সদর হাসপাতালের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাকে যারা নিয়ে এসেছিল তারা পালিয়ে গেছে। এর আগে গত ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা