ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন জুবায়ের
- পবিপ্রবি প্রতিনিধি
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও ইনয়েন্সার মো: আবু জুবায়ের বিশ্ব কূটনীতি ফোরাম আয়োজিত এশিয়া প্যাসিফিক ডিপ্লোমেসি ফোরাম ২০২৪-এ আন্তর্জাতিক যুব নেতৃত্ব পুরস্কার ২০২৪ গ্রহণ করতে যাচ্ছেন। এই সম্মানজনক পুরস্কারটি জুবায়েরের নেতৃত্ব এবং সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সন্তান আবু জুবায়ের। ২০২১ সালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ২০২৩ সালে পার্বতীপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
ফোরামটি আগামী ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। এই ফোরামে এশিয়া প্যাসিফিক অঞ্চলের খ্যাতনামা কূটনীতিক, নেতা, উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। বিশ্ব কূটনীতি ফোরামের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল জুবায়েরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে বলেছেন,
‘মো: আবু জুবায়েরের নেতৃত্ব ও সমাজসেবামূলক কাজের প্রতি উৎসর্গ এবং কৃতিত্বকে আমরা স্বীকৃতি দিচ্ছি। তার অসাধারণ কাজ এবং নেতৃত্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলে নেতৃত্বের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
পুরস্কার গ্রহণের প্রসঙ্গে মো: আবু জুবায়ের বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য খুবই গর্বের। এটি আমার কাজের প্রতি উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে সেই সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিশ্বনেতাদের সামনে তুলে ধরতে পারব এবং দেশের বিভিন্ন সঙ্কট ও সমাধান নিয়ে আলোচনা করার সুযোগ পাবো।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা