ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প ১১ জুলাই
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
আগামী ১১ জুলাই ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের উদ্যোগে মানবতার কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশিষ্ট প্লাস্টিক সার্জন, অধ্যাপক ডা: মুহাম্মদ কামরুজ্জামান ও সহযোগী অধ্যপক ডা: এ এম জিয়াউল হক মাসুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীর বিনামূল্যে অপারেশন করবেন।
ঠোঁটকাটা-তালুকাটা অপারেশনে আগ্রহী রোগীদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা : ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল, ২৪/বি, আউটার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা। হটলাইন : ফোন-০২-৪৮৩২০৯৬২-৫, মোবাইল-০১৯৮১-৪১৫৪০৩, ০১৭২৭-৬৬৬৭৪১-২। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা