চলন্ত ট্রেনে ধর্ষণকাণ্ড চট্টগ্রামে ৪ জন গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের চার কর্মচারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের অভিযানে তাদের ধরা হয়। তা ছাড়া একই ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ জামাল (২৭), মোহাম্মদ শরীফ (২৮) ও মোহাম্মদ রাশেদ (২৭) ও আব্দুর রব রাসেল (২৮)। গ্রেফতার হওয়া চারজনই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কর্মচারী। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ঘটনার এক দিনের মধ্যে জড়িত থাকার অভিযোগে চারজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা