খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না প্রতিহিংসার বসে : ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
সরকার প্রধানের রাজনৈতিক প্রতিহিংসায় গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ড বারবার বলেছেন, ম্যাডামের (খালেদা জিয়া) যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে (বাংলাদেশে) করা সম্ভব নয়। তার যে মাল্টি ভ্যারিয়াস ডিজিজেস আছে তার চিকিৎসা করতে হলে উন্নত দেশের মাল্টি ডিসিপ্ল্যানারি হসপিটাল প্রয়োজন। বারবার এ কথাগুলো বিভিন্নভাবে বলার পরেও দলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীলসমাজ বলেছে এমন কি বিদেশী মিশনগুলো এখানে (বাংলাদেশে) আছে তারাও বারবার বলেছে, বাইরে থেকে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নসহ সবাই বলেছে। কিন্তু সরকারের কানে এসব কথা ঢোকানো যাচ্ছে না। তিনি বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যে, তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।
গতকাল রোববার সকালে নয়াপল্টনে এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলের মহাসচিব এই অভিযোগ করেন।
উল্লেখ্য, হঠাৎ অসুস্থতার কারণে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
‘কারাগারে তিনি চিকিৎসা পাননি’ : মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল কারারুদ্ধ রয়েছেন। এইটুকু বলতে চাই, সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, রাজনীতি থেকে তাকে সরিয়ে দেয়ার জন্য কারাগারে আটক রাখা হয়েছে। বর্তমানে তাকে বাসায় থাকার সুযোগ দেয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছেন, বন্দী আছেন।
আমরা জানি, তিনি অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকেই অসুস্থ হয়েছেন। তার সেখানে কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার কমপ্লেইন করেছেন কিন্তু সরকার তা শুনেনি, তার চিকিৎসাও দেয়নি। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি। বাসায় (গুলশানের ফিরোজা) আসার পরে তাকে শর্ত দেয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না, দেশেই চিকিৎসা নিতে হবে।
আবেগ আপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল নেতাকর্মীদের দোয়া করার অনুরোধ করে বলেন, আসুন আমরা কায়মনো বাক্যে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন আমাদের দোয়া শুনেন, আল্লাহ তায়ালা যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা যেন তার নেতৃত্বে আবার জেগে উঠতে পারি এবং এই দানব রাষ্ট্রের সব কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে পরাজিত করতে পারি।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের কয়েক শ’ নেতাকর্মী অংশ নেন।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রোববার বিকেলে গাজীপুরে দোয়া মাহফিল হয়েছে। নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলন। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা ইব্রাহিম। উপস্থিত ছিলেন, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি ডা: সফিকুল ইসলাম, হুমায়ুন মাস্টার, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, ড. অ্যাডভোকেট সহিদউজ্জাদান, শাহজাহান ফকির, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সরকার জাভেদ আহমেদ সুমন, বসির আহমেদ বাচ্চু, আরিফ হোসেন হাওলাদার, সাংবাদিক দেলোয়ার হোসেন, আব্দুর রহিম খান কালা, ভিপি আসাদুজ্জামান নূর, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, ফরিদা জাহান স্বপ্না, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুরসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে রোববার সন্ধ্যায় জেলা কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ যাদু, বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক জেলা সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,
জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাড. আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন, যুবদলের সদস্য সচিব মো: তুহিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, শ্রমিক দলের জেলা সভাপতি মো: আ: কাদের ও সাধারণ সম্পাদক আ: রাজ্জাক লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড: মো: জিন্নাহ খান জিন্নাহ ও সদস্য সচিব অ্যাড: মো: রাকিব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো: আ: খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমানসহ বিএনপি ,সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, সারা দেশের মানুষ যখন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছে, যখন সমগ্র দেশবাসী তার জীবন রক্ষার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি করছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছে আর এই ভোটবিহীন সরকার তাকে বিনা চিকিৎসায় হত্যার যড়ষন্ত্র করে যাচ্ছে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান এনপিপির : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অনতিবিলম্বে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি। গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দলের কার্যনির্বাহী কমিটির এক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গণতন্ত্রের প্রতি সম্মান রেখে সরকারের উচিত দেশনেত্রীকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো। তিনি আরো বলেন, ’৭৯ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় থাকতে দেয়া হলেও তিনি অবরুদ্ধ আছেন। মেডিক্যাল বোর্ড বারবার বলছে এ দেশে চিকিৎসা সম্ভব নয়। তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সযোগ দেয়া হচ্ছে না।
বৈঠকে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, উপদেষ্টামণ্ডলীর সদস্য নবী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, দফতর সম্পাদক শেখ ফরিদ, কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, মহিলা দলের সদস্য সানজিরা খানম প্রমুখ।
খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : জাগপা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে জাগপা। অন্যথায় বেগম জিয়ার কিছু হলে সরকারকেই তার দায়দায়িত্ব বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছে দলটি।
রোববার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান এ কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাগপার উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।
এতে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খন্দকার লুৎফর ছাড়াও দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, জাগপা মজদুর পার্টির আহ্বায়ক আবু সফিয়ান, পরিবেশবিদ জুহুরুল ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবুল হোসেন, জাগপা নেতা আবু রায়হান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা