১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদেশে পাঠানোর সুযোগ নেই খালেদা জিয়াকে : আইনমন্ত্রী

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদনও আসেনি।
গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, যতটুকু আমি জানি, আজকে কিছুক্ষণ আগ থেকে খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানের প্রক্রিয়া চলছে। তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসেনি, আমি সে বিষয়ে কোনো বক্তব্য দেবো না।’
প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছেমতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটা আইনের ভিত্তিতে দেয়া হয়েছে। সেই আইনে তাকে এখন বিদেশ যেতে দেয়া যায় না।
হীন স্বার্থে বিদেশে যেতে দিচ্ছে না সরকার : কায়সার কামাল
আইনমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু এর মধ্যেও গণতন্ত্র হরণকারী শাসক দল এবং তার মন্ত্রী ইচ্ছাকৃতভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার করছেন, অসত্য কথা বলছেন।
আইনমন্ত্রী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইচ্ছামাফিক চিকিৎসাসেবা নিতে পারছেন। এ কথাটা পুরোপুরি অসত্য, জাতিকে বিভ্রান্ত করার জন্যই তিনি আজকে এসব কথা বলছেন। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নির্মমতা এবং জাতির সাথে তামাশা মাত্র। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার পরিবার এবং দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো সত্ত্বেও সেই আবেদন কেবল রাজনৈতিক কারণে উপেক্ষা করা হয়েছে, নাকচ করা হয়েছে।
আজকে আইনমন্ত্রী যেসব কথা বলছেন, প্রতিটি কথাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বলছেন। উনি বলেছেন, আইনের বিধান নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য। এ স্টেটমেন্ট অসত্য ও এটি আইনের রাজনৈতিক ব্যাখ্যা। আইনের অপব্যাখ্যা। প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির যে ধারায় সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে, সেই ধারার আলেকেই উনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন, যেমন তার সাজা স্থগিতের সময় একটি শর্ত দেয়া হয়েছিল যে, তিনি সরকারের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না, এই শর্তটি যদি সরকার উঠিয়ে নেয়, তা হলেই কিন্তু উনি বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারেন।
আমরা মনে করি, সরকার তার রাজনৈতিক হীন স্বার্থচরিতার্থ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, আইনের দোহাই দিচ্ছে। জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, চলছাতুরী করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement