সরকারি কলেজের তদারকি করবে পাবলিক বিশ্ববিদ্যালয়
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
জেলাপর্যায়ের সরকারি কলেজের তদারকির দায়িত্ব পাচ্ছে নিকটবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়। গতকাল এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি জেলায় অবস্থিত সরকারি কলেজগুলোকে দেশের নবপ্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে শিক্ষাকার্যক্রম চালুর পরামর্শ দিয়েছেন। দেশের ৪৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী গতকাল এ কথা জানিয়েছেন।
নবপ্রতিষ্ঠিত এসব বিশ্ববিদ্যালয়কে অবকাঠামো এবং নতুন বিভাগ না খোলারও পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী অধিভুক্ত কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য অ্যাকাডেমিক মনিটরিংসহ প্রয়োজনীয় শিক্ষা অবকাঠামো গড়ে তোলারও আহ্বান জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা