১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইমেরিটাস অধ্যাপক হলেন অধ্যাপক ডা: এ বি এম আব্দুল্লাহ

-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এ বি এম আব্দুল্লাহ। গত ২০ জুন বিএসএমএমইউর ৯২তম সিন্ডিকেট সভায় তাকে আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ অনুমোদন করা হয়।
তাকে এ সংক্রান্ত নিয়োগপত্র প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: দীন মো: নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা: মোহাম্মদ আতিকুর রহমান, প্রোভিসি অধ্যাপক ডা: ছয়েফ উদ্দিন আহমদ, প্রোভিসি অধ্যাপক ডা: মো: মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা: এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা: মো: হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ নিয়োগপত্র গ্রহণকালে বলেন, এ ধরনের সম্মাননা আরো বেশি কাজ করার উৎসাহ জোগায়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের থেকে অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ইমেরিটাস অধ্যাপক পদ প্রদান করা হয়ে থাকে।


আরো সংবাদ



premium cement