১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যে কোনো সময় পড়ে যেতে পারে মোদি সরকার : খাড়গে

বিজেপির সমালোচনায় আরএসএস নেতা
-

লোকসভার ফল প্রকাশের পরেই নতুন সরকার গঠন করবে কোনো জোট তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল ভারতে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গত রোববার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এর আগের দু’বার কেন্দ্রে যে সরকার ছিল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য জোটের ওপরেই আস্থা রাখতে হয়েছে বিজেপিকে। ফলে গত দু’বার মোদির সরকার থাকলেও এবার প্রকৃত অর্থে সেই সরকার হলো জোট সরকার। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে।
এরপরেই কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিরোধীরা। এবার এ নিয়ে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার কটাক্ষ, যেকোনো সময় মোদির এই সরকার পড়ে যেতে পারে। এক সাক্ষাৎকারে মল্লিকার্জুন দেশটির কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, “এটি একটি সংখ্যালঘু সরকার। ভুল করে গঠিত হয়েছে। এখানে মোদিজির কোনো ম্যান্ডেট নেই। যেকোনো সময় সরকার পড়ে যেতে পারে।’ তবে তিনি বলেছেন, ‘আমরা চাই এই সরকার চলুক। দেশের মঙ্গল হোক।’ তার বার্তা দেশকে শক্তিশালী করতে গেলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন খাড়গে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস খারাপ। তিনি কোনো কিছু ভালোভাবে চলতে দেন না।”
তবে দেশকে শক্তিশালী করার পক্ষে কংগ্রেস সভাপতি। তিনি জানান, দেশকে শক্তিশালী করার জন্য ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হবে। কংগ্রেস সভাপতির এই বক্তব্য সামনে আসতেই খাড়গেকে পাল্টা আক্রমণ করেন জেডিইউর বিধায়ক নিরাজ কুমার। তিনি কংগ্রেস সভাপতিকে পিভি নরসীমা রাও এবং মনমোহন সিংয়ের অধীনে কংগ্রেস সরকারের কথা মনে করিয়ে পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে কংগ্রেস ২৪৪টি এবং ২০০৪ সালের নির্বাচনে ১১৪টি আসন জিতেছিল কংগ্রেস। সেকথা কি কংগ্রেস সভাপতি ভুলে গিয়েছেন। অন্য দিকে খাড়গের মন্তব্যকে সমর্থন করেছেন আরজেডি দলের মুখপাত্র এজাজ আহমেদ। তার বক্তব্য, “কংগ্রেস সভাপতি ঠিকই বলেছেন। দেশের মানুষ মোদি সরকারের বিরুদ্ধে ছিল। ভোটাররা তাকে গ্রহণ করেননি। তবুও তিনি ক্ষমতায় এসেছেন। এটা দুর্ভাগ্য।”
বিজেপির সমালোচনায় আরএসএস নেতা : ভারতে ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেছেন দলটির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার। গত লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, বিজেপি নিজেদের রামভক্ত বলে দাবি করলেও তারা অহঙ্কারী হয়ে ওঠায় এবং ঔদ্ধত্যের কারণে ভগবান তাদের থামিয়ে দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাজস্থানের কানোটায় ‘রামরথ অযোধ্যাযাত্রা দর্শন পুজান সমারোহ’ অনুষ্ঠানে অংশ নেন আরএসএসের এই কেন্দ্রীয় নেতা। সেখানেই বিজেপিকে একহাত নেন তিনি। অনুষ্ঠানে বিজেপির প্রতিপক্ষ ইন্ডিয়া জোটকেও ছাড় দেননি তিনি। জোটটিকে ‘রাম বিরোধী’ বলে উল্লেখ করেন ইন্দ্রেশ।
ইন্দ্রেশ কুমার বলেন, ‘যারা (বিজেপি) নিজেদের রামের ভক্ত বলে দাবি করে, তারা অহংকারী হয়ে উঠেছে। তাই (লোকসভা নির্বাচনের) এই ফল হয়েছে। ঈশ্বর তাদের ঔদ্ধত্যের কারণে ভোট ও ক্ষমতার জায়গায় তাদের একটা পর্যায়ে নিয়ে থামিয়ে দিয়েছেন। অহংকারী হয়ে ওঠার কারণেই বৃহত্তম দল হওয়া সত্ত্বেও ২৪১-এ আটকে গেছে।’
ইন্ডিয়া জোট প্রসঙ্গে ইন্দ্রেশ কুমার বলেন, ‘তারা (ইন্ডিয়া জোট) তো রামবিরোধী। তাই কোনোভাবেই ভোটে জিততে পারত না। এ জন্য তারা ২৩৪ আসনে আটকে গেছে।’ পরে শুক্রবার বিজেপির প্রশংসা ও ইন্ডিয়া জোটের সমালোচনা করে ইন্দ্রেশ কুমার আরো বলেন, ‘যারা রামের বিরোধিতা করেছিল, তারা সবাই ক্ষমতার বাইরে। আর যারা রামের সঙ্কল্প নিয়েছিল তারা এখন ক্ষমতায়।’
নরেন্দ্র মোদির প্রশংসা করে আরএসএসর এই নেতা আরো বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠিত হয়েছে। জনগণের মধ্যে ব্যাপক বিশ্বাস আছে যে, তার নেতৃত্বে দেশ প্রতিনিয়ত দ্রুত অগ্রসর হবে। আমরা আশা করি এবং কামনা করি যে, এই বিশ্বাসের প্রতিফলন ঘটবে।’


আরো সংবাদ



premium cement

সকল