১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রধানমন্ত্রীকে বদলে যাওয়া জীবনের গল্প শোনালেন আশ্রয়ণের সুবিধাভোগীরা

-


আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সুবিধাভোগীরা প্রধানমন্ত্রীকে জানালেন, একটি ঘর কীভাবে বদলে দিয়েছে তাদের জীবন। দৈনন্দিন জীবনমানে পরিবর্তন আসার বর্ণনাও দিলেন তারা। বাংলা ট্রিবিউন
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের উপহার হিসেবে ৭০টি উপজেলা এবং ২৬টি জেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আরো ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে এই জেলা-উপজেলাগুলোকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি। ফলে এখন ভূমিহীন ও গৃহহীন জেলা ও উপজেলার সংখ্যা দাঁড়ালো যথাক্রমে ৫৮ ও ৪৬৪টিতে।
এদিন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব দরগাপাড়া আশ্রয়ণ কেন্দ্রে ঘর পাওয়া হোসনে আরা বলেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্ত নারী। অনেক সময় না খেয়ে সময় পার করে দিয়েছি। মানুষের বাসাবাড়িতে কাজ করেছি। প্রতিবন্ধী বলে স্বামী আমাকে ছেড়ে চলে গেছেন। কেউ সাহায্য করেনি। মানুষের অনেক কটুকথা ও লাঞ্ছনার শিকার হয়েছি।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনার কাছ থেকে একটি প্রতিবন্ধী কার্ড পেয়েছি। আমার খুব কষ্ট হয়েছিল। মনে হয়েছিল যেন মরে যাই, কিন্তু মেয়েদের দিকে তাকিয়ে মরতে পারিনি। আপনার কাছ থেকে একটি ঘর পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, পানি পেয়েছি। এর মাধ্যমে মেয়েদের নিয়ে ঘুরে দাঁড়ানোর সাহস ও শক্তি পেয়েছি। আমরা আপনার কাছে ঋণী।
রবিউল আলম নামে আশ্রয়ণের আরেকজন সুবিধাভোগী মৎস্যজীবী বলেন, ‘সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে যাই। কখনো মাছ পাই, কখনো পাই না। আমার ছেলেমেয়েদের না খেয়ে থাকতে হতো। যখন ঝড়-বৃষ্টি হয় আমার ছেলেমেয়েদের অনেক কষ্ট হতো। আমার কোনো ঘর ছিল না।’
প্রধানমন্ত্রীকে তিনি বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম আমার বাড়ি হবে, ঘর হবে। এখন আমার বাড়ি হয়েছে আপনার জন্য। জায়গা পেয়েছি, ঘর পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। আমার জেলে কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে চাল পাই, খাবার পাই।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প থেকে ঝালমুড়ি বিক্রেতা বাবু মিয়া প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি ঘর দিয়েছেন, আমরা অনেক সুখে আছি।
ভোলার চরফ্যাশনের আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী বিধবা নারী বিবি আয়েশা বলেন, আমি অনেক খুশি হয়েছি। আমি কখনো ভাবি নাই একটা ঘর পাব। আমি নামাজ পড়ে দোয়া করি যেন আপনি ভালো থাকেন।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের সেবক হিসেবেই বাবার মতো সেবা করে যাবো। এই দেশের মানুষ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আশ্রয়ণের মাধ্যমে মানুষের যে পরিবর্তন হয়েছে, তাতে মানুষের মাঝে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ভালোভাবে বেঁচে থাকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। সেটিই আমাদের কর্তব্য বলে মনে করি। এ জন্যই আমাদের এই প্রচেষ্টা।’
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রীর নতুন ঘর পেল কাপ্তাইয়ে ৪০টি ভূমি ও গৃহহীন পরিবার। গতকাল মঙ্গলবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহ ও ভূমিহীনদের মধ্যে আশ্রয়ণের ঘর হস্তান্তর করেন।
এ সময় উপজেলা সম্মেলন কক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: নাছির উদ্দিন উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার মো: শাহাদাত হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েম্লিমং চৌধুরী, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, রাইখালী মৌজায় ১০টি, নারানগিরি মৌজায় ১২টি, চিৎমরম মৌজায় ১৪টি, পেকুয়া মৌজায় চারটি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৯৮ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
গতকাল মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: রওশন আলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হান্নান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার মো: শফিকুল ইসলাম, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো: আব্দুল বারী, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নাটোরের গুরুদাসপুরের ১৯৮টি ঘর রয়েছে। এর মধ্যে মশিন্দা ইউনিয়নের বিল বিয়াসপুরে একটি ব্যারাকের ৪০টি এবং চাপিলা ইউনিয়নের ধানুরা কোলা আশ্রয়ণে ৬০টি ও চক দিঘলিতে ৯৮টি ঘর সুবিধাভোগী পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়। ইতঃপূর্বে গুরুদাসপুর উপজেলায় সর্বমোট ৩৯৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২২ মার্চ গুরুদাসপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, প্রধানমন্ত্রী চলমান আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছেন। ইতোমধ্যে গুরুদাসপুরকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার থেকে থাকলে তাদেরও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

বাগেরহাটে জমি ও পাকা ঘর পেল ১৫০টি পরিবার
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের ফকিরহাটে পঞ্চম পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন ১৫০টি পরিবার পেয়েছে জমি ও গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা।
গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান এবং উদ্বোধন অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে জমির কাগজপত্রসহ ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী, উপকোরভোগী পরিবার উপস্থিত ছিলেন। এ দিকে জমি ও ঘর পেয়ে সবাই আনন্দিত।
কেশবপুর (যশোর) সংবাদদাতা জানান, কেশবপুরের ৮০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার আলতাপোল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পুরনো জরাজীর্ণ সিআইসিটি ব্যারাক প্রতিস্থাপন করে নবনির্মিত একক গৃহগুলো ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্যায়ের (দ্বিতীয় ধাপে) প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সবাই আনন্দিত। উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্লুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল অফিসের (ডিজিএম) এস এম শাহীন আহসান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়তায় সারা দেশের মতো কুমিল্লার দেবিদ্বারে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে দুই শতক জমির মালিকানাসহ পাকা ঘরের দলিল হস্তান্তর করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো: আবদুল্লাহ আল কাইয়ুম, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর লিপি, দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম মাওলা, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকুর রহমান ফুল মিয়া, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান মাসুদ।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার ৭০টি অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঘরের উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এর আগে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার আগে নতুন ঘর উপহার পেয়ে হাসি ফুটিয়েছে এসব পরিবারের মাঝে।

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় ৩০টি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নে ৪০টি টিনশেড ব্যারাক জরাজীর্ণ অবস্থায় ছিল। পরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জরাজীর্ণ ঘরগুলো ভেঙে নতুন করে সেমিপাকা ভবন নির্মাণ করা হয়। ব্যারাকের সাবেক বাসিন্দাদের মধ্যেই নতুন ঘরগুলো হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ উপজেলায় ৭৭১টি ভূমিহীন ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে নতুন ঘর দেয়া হয়েছে। এর মধ্যে এখন আরো ৭০টি পরিবার নতুন করে ঘর পেয়েছেন।
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পর্যন্ত ৬০২টি ঘর প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এই ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে কাঁঠালিয়া উপজেলায় ৫ম পর্যায় ২য় ধাপের ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে গণভবন থেকে প্রচারিত দোয়া মুনাজাতে অংশ নেন কাঁঠালিয়া সমাবেশের অংশগ্রহণকারীরা।
কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তা মো: নেছার উদ্দিনের সভাপত্বিতে এ ঘর হস্তান্তরের সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: এমাদুল হক মনির, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন সরকার।

 


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

সকল