১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শুরুতেই দাপুটে বাংলাদেশ

আউট হয়ে ফিরছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। পেছনে উইকেট নেয়া তানজিম সাকিবকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটারদের উল্লাস : ক্রিকইনফো -


টাইগার বোলাররা আগেও ছাপ রেখেছেন। গতকালও রাখলেন। অবিশ্বাস্য শুরু করলেন তানজিম-তাসকিন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে বাংলাদেশ দেখাল দাপট। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে ধ্বংসযজ্ঞ চালালো তারা। তানজিম হাসান সাকিব তিন ওভার বল করে ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। নিজের প্রতি ওভারে একটি করে উইকেট নেন তিনি। মাঝে তাসকিন আহমেদ ফেরান এইডেন মার্করামকে। ১১ থেকে ২৩ রানে চার উইকেট পড়েছে প্রোটিয়াদের। পাওয়ার প্লেতে ৪ উইকেটের বিনিময়ে ২৫ রান করেছে তারা। এ রিপোর্ট লেখা পর্যান্ত প্রোটিয়াদের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৫৭ রান। ক্রিজে আছেন ক্লাসেন ২১* ও মিলার ১৩*।

শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ছোট্ট এই জয়ের তাই মাহাত্ম অনেক। শান্ত বাহিনী আগেই জানিয়েছিলেন একটা জয় দলে সৃষ্টি হবে আত্মবিশ্বাস। সে ধারায়ই কিনা গতকাল টস হেওে বোলিং করতে নামা বাংলাদেশ শুরুতেই ৪.২ ওভারে নিয়ে নিল প্রোটিয়াদের ৪ উইকেট। ১১, ১৯, ২৩, ২৩ প্রোটিয়াদের দলীয় ইনিংসে ওই ৪ উইকেট। হেনড্রিকস ০, কুইন্টন ডি কক ১৮, এইডেন মার্করাম ৪ ও ট্রিস্টান স্টাবস ০।
টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টসে হেরেছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম জানান, ব্যবহৃত উইকেটের কারণে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, এই উইকেটে রান তাড়া করা কঠিন হবে। আগের ম্যাচগুলোও তাই বলছে। পরে ব্যাট করতে নামা দলগুলো বেশির ভাগ সময় ভুগেছে।

শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারানো দক্ষিণ আফ্রিকার একাদশে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন জাকের আলী। গত ছয় টি-২০তে সৌম্যর সর্বোচ্চ রান ছিল ৪৩। তিনটিতে দুই ডিজিটের রান ছুঁতে পারেননি, যার মধ্যে দু’টিতে মারেন ডাক।
প্রথম ওভারে কুইন্টন ডি ককের কাছে টানা ছয়-চার হজম করেন তানজিম হাসান সাকিব। শেষ বলে স্ট্রাইকে আসেন রিজা হেনড্রিক্স। বাংলাদেশী বোলারের মুখোমুখি হয়ে নিজের প্রথম বলেই আউট হন তিনি। তানজিমের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। ১১ রানে ১ উইকেট পড়েেছ দক্ষিণ আফ্রিকার।
নিজের দ্বিতীয় ওভারে বল হাতে আরেকবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে আঘাত করেছেন তানজিম। আগের ওভারে তাকে টানা ছয়-চার মারা কুইন্টন ডি ককের অফস্ট্যাম্প ভাঙেন বাংলাদেশী পেসার। তৃতীয় বলে পুল করতে গিয়ে প্রোটিয়া ব্যাটার বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। ১১ বলে ১ চার ও ২ ছয়ে ১৮ রান করেন ডি কক। ১৯ রানে দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ।

তাসকিন আহমেদ ইনিংসের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের স্টাম্প ভাঙেন। ৮ বলে ৪ রান করেন মার্করাম। ৩.৫ ওভারে ২৩ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তানজিম তার তৃতীয় বলে আরেকটি উইকেট পেলেন। পঞ্চম ওভারে তার তৃতীয় শিকার ট্রিস্টান স্টাবস। দক্ষিণ আফ্রিকা ব্যাটার ৫ বলে রানের খাতা খুলতে পারেননি। শর্ট কাভারে সাকিব আল হাসানের সহজ ক্যাচ হন স্টাবস। ৪.২ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার। ৩ ওভার শেষে ১৩ রানে তিন উইকেট তানজিমের।

 


আরো সংবাদ



premium cement