আরসা নেতা আকিজসহ ৫ জন গ্রেফতার, অস্ত্র বিস্ফোরক উদ্ধার
- কক্সবাজার অফিস
- ১১ জুন ২০২৪, ০০:২০
রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার সদস্যরা নতুন করে অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কক্সবাজারের র্যাব-১৫-এর কর্মকর্তারা। ক্যাম্পে আবারো নাশকতা চেষ্টার গোয়েন্দা তথ্য পেয়ে র্যাব আরসার এক আস্তানায় অভিযান চালিয়ে সংগঠনটির শীর্ষ নেতা মৌলভী আকিজসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়।
গতকাল সোমবার কক্সবাজার র্যাব-১৫-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার মৌলভী আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আরসার শীর্ষ পর্যায়ের নেতা মৌলভী আকিজ দীর্ঘ দিন মিয়ানমারে আত্মগোপনে থেকে আরসার শীর্ষ কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি এবং সেকেন্ড-ইন-কমান্ড ওস্তাদ খালেদের নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে নতুন পরিকল্পনা নিয়ে কিছুদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এই তথ্যের সূত্র ধরে তাদের গ্রেফতারের জন্য সক্রিয় র্যাবের একটি দল গত রোববার রাতে জানতে পারে যে, মৌলভী আকিজসহ আট-দশজন আরসা সদস্য রোহিঙ্গা ক্যাম্প-৪-এর একটি পরিত্যক্ত ঘরে বৈঠক করছে। র্যাব টিম ওই আস্তানায় অভিযান চালিয়ে মৌলভী আকিজসহ পাঁচজনকে গ্রেফতার করে এবং আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় এলজি, একটি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, দুই কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে।
ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক উল্লেখ করেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আতঙ্কের নাম আরসার সন্ত্রাসী গোষ্ঠী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে তারা। এই আরসা সন্ত্রাসীরা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের ওপর প্রভাব খাটায়। কেউ আরসার অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করলে অপহরণসহ নির্মম হত্যকাণ্ডের শিকার হতে হয়। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ২০২৩ সালে ৬৪ জন এবং ২০২৪ সালের এ পর্যন্ত ২০ জন নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব এ পর্যন্ত আরসার প্রধান নেতা আতাউল্লাহর দেহরক্ষী আকিজসহ সর্বমোট ১১২ জন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা