টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি
- নয়া দিগন্ত ডেস্ক
- ১০ জুন ২০২৪, ০১:৩৭
টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার সাথে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ৭২ সদস্য। গতকাল রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আট হাজার অতিথির সামনে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার পর দেশটির কেন্দ্রীয় মন্ত্রীরা শপথ নেন।
স্বাধীন ভারতের ইতিহাসে মোদি দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন কংগ্রেস নেতা জওয়াহেরলাল নেহরু।
মোদির গতকালের শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ড ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে উপস্থিত ছিলেন। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিদেশী অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নতুন মন্ত্রিসভায় যারা ঠাঁই পেলেনÑ
অমিত শাহ, রাজনাথ সিং, নিতীন গড়করি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর, মনোহর লাল খট্টর, এইচডি কুমারস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঞ্জি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সোনোয়াল, বীরেন্দ্র কুমার, কিঞ্জরাপু রাম মোহন নাইডু, প্রহ্লাদ জোশী, জুয়াল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দর যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডাভিয়া, জি কিষাণ রেড্ডি, চিরাগ পাসওয়ান, সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতা প্রাও যাদব, জয়ন্ত চৌধুরী, জিতিন প্রসাদা, শ্রীপাদ নায়েক, পঙ্কজ চৌধুরী, কৃষাণ পাল, রামদাস আটওয়ালে, রাম নাথ ঠাকুর, নিত্যানন্দ রায় প্রমুখ।
মোদি এবার ‘এনডিএ’ জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন। কারণ তার নিজের দল বিজেপি এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট ৫৪৩টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদের কমপক্ষে ২৭২টি আসনে জয় পেতে হয়। কিন্তু বিজেপি এবার পেয়েছে ২৪০টি আসন। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯২টি আসন পাওয়ায় মোদি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন।
এদিকে মোদির শরিক দলগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের দাবি জানালেও গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়Ñ স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি নিজের হাতেই রাখছে। এর পাশাপাশি রেল, শিক্ষা, সড়ক ও পরিবহন, আইন, তথ্যপ্রযুক্তি, স্টিল, কয়লা ও বেসামরিক বিমান মন্ত্রণালয়ের দায়িত্বও বিজেপি নিজের হাতে রাখবে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা