বুড়িয়ে যাওয়া রোধে নতুন জিন চিহ্নিত বিজ্ঞানীদের
- হামিম উল কবির
- ০৮ জুন ২০২৪, ০২:২৮
বুড়িয়ে যাওয়া রোধে বিজ্ঞানীরা সম্ভবত আরো একধাপ এগিয়ে গেলেন। তারা বলছেন, আমাদের শরীরে থাকা একটি জিনের উন্নয়ন ঘটাতে পারলে আমাদের বৃদ্ধ হওয়া ঠেকানো যাবে। সেই কোষটিই আমাদের বৃদ্ধ হওয়া বা বুড়িয়ে যাওয়ার জন্য দায়ী। চাইনিজ একাডেমিশিয়ানরা ফ্রুুট ফ্লাই বা ফলের মাছির ডিএনএ পরীক্ষা করতে গিয়ে দেখেন একটি সিঙ্গেল জিন মাছিগুলোর মৃত্যুর সময় তরুণ রাখার জন্য দায়ী। চাইনিজ বিজ্ঞানীরা ফ্রুট ফ্লাইয়ের ওই জিনগুলো মনুষ্য জিনের ড্যাটাবেসে প্রবেশ করিয়ে দেখেন যে, ফ্রুট ফ্লাইয়ের জিনের সাথে মনুষ্য জিনের ৯৩ শতাংশ মিল আছে। মনুষ্য এ জিনগুলো ডিআইএমটি১ হিসেবে পরিচিত। ল্যাবরেটরির পরীক্ষায়, তারা তেজনস্ক্রিয়তায় নষ্ট হওয়া এমন জিন পেয়েছেন যেগুলো বয়স হলে ক্ষয় হয় যেটা মানুষের মধ্যে বেশ পরিচিত।
এখন চাইনিজ বিজ্ঞানীদের সেই দলটি আশাবাদ প্রকাশ করে বলেন যে, তারা আধুনিক মেডিসিনের মাধ্যমে মানুষের মধ্যে সেই জিনটিকে সক্রিয় করতে পারবেন। ‘নেচার এইজিং’ নামক জার্নালে এ গবেষণাটি প্রকাশিত হয়েছে এবং ব্রিটেনের ডেইলি মেইল এ গবেষণাটি রিপোর্টটি নিয়ে নিউজ করেছে। বিজ্ঞানীরা বলেন, মনুষ্য জিন এবং ফ্রুট ফ্লাই জিন উভয়েই তাদের মাইটোকন্ড্রিয়ার আকার ও কাঠামো পরিবর্তন করে থাকে। এটাই অক্সিডেশানের স্ট্রেসের কারণে বুড়িয়ে যাওয়াকে চালনা করে।
এ মাইটোকন্ড্রিয়াই আমাদের দেহের পাওয়ার স্টেশনের মতো শক্তি তৈরি করে থাকে যেটাকে এটিপি বলা হয়। মাইটোকন্ড্রিয়া থেকেই কোষে শক্তি সরবরাহ করা হয় যেন কোষগুলো কাজ করতে পারে। যদি আমাদের কোষগুলো তাদের প্রয়োজনীয় শক্তি না পায় তাহলে শরীরের অঙ্গগুলো যথাযথ কাজ করতে পারে না এবং এর পরই কোষগুলোর বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।
গবেষকরা ল্যাবরেটরিতে ফলের মাছির জিনগুলোর এক্টিভিটি বৃদ্ধি করে দেখেন যে, মাছিগুলো ৫৭ শতাংশ বেশি বেঁচে ছিল। তারা আলফা ফোল্ড২ ড্যাটাবেস ব্যবহার করেন এবং এই তথ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রোগ্রামে দেয়া হলে এআই মানুষের মধ্যে একই রকম জিন দেখতে পায়। এআই সিজি১১৮৩৭ জিনকে মানুষের ডিআইএমটি১ জিনের মতো দেখতে পায়।
পরে বয়স্ক মানুষের কোষকে ইনভিট্রু টেস্ট করে গবেষকরা দেখতে পান যে, তিন দিনের বেশি আরো ডিআইএমটি১ জিন উৎপাদন হয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, তাদের এ গবেষণা নতুন জিন থেরাপি সৃষ্টিতে প্রথম পদক্ষেপ। এটা মানুষের বুড়িয়ে যাওয়াকে রোধ করবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা